Afghanistan Cricket

Afghanistan cricket: বিশ্বকাপে আফগান বয়কট চান টিম পেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগান দলেও তৈরি হয়েছে ডামাডোল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সে দেশের বোর্ড যে দল নির্বাচন করার পরে নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন রশিদ খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০৭:৩৫
Share:

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেন। ফাইল চিত্র।

মহিলাদের ক্রিকেট খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানেরা। তার জেরে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পরে এ বার মুখ খুললেন টেস্ট অধিনায়ক টিম পেন। বলে দিলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তও নিতে পারে।
তারই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, মহিলাদের ক্রিকেট খেলা নিয়ে তালিবানের আপত্তির পরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এখনও কেন চুপ করে রয়েছে? এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগান দলেও তৈরি হয়েছে ডামাডোল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সে দেশের বোর্ড যে দল নির্বাচন করার পরে নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন রশিদ খান। তিনি বলেছেন, ‘‘দল নির্বাচনে অধিনায়কের কথা শোনা হয়নি। তাই সরে দাঁড়াচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement