News Of The Day

ইতিহাসের সামনে জেমাইমারা। সিরিজ়ে পিছিয়ে ভারত। ছত্তীসগঢ়ে প্রধানমন্ত্রী। আর কী কী নজরে

প্রথম বার বিশ্বকাপ জেতার হাতছানি ভারতের। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে জিতেছে ভারত। জেমাইমা রদ্রিগেজ শতরান করে জিতিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ০৮:০৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

কাল ইতিহাস রচনার সামনে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম বার বিশ্বকাপ জেতার হাতছানি ভারতের। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে জিতেছে ভারত। জেমাইমা রদ্রিগেজ শতরান করে জিতিয়েছেন। বড় ম্যাচে রান পেয়েছেন হরমনপ্রীত কৌরও। ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে ভারত। হরমনপ্রীত এবং লরা উলভার্টদের শিবিরের সব খবর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে সিরিজ়ে ০-১ পিছিয়ে পড়েছে সূর্যকুমার যাদবের ভারত। আজ বিশ্রাম। তৃতীয় ম্যাচ রবিবার। সিরিজ়ে সমতা ফেরাতে পারবে ভারত? সূর্যকুমারদের শিবিরের সব খবর।

Advertisement

আজ মাওবাদী উপদ্রুত ছত্তীসগঢ়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০০ সালের নভেম্বর মাসে তৈরি হওয়া ছত্তীসগঢ়ের আজ ২৫তম প্রতিষ্ঠা দিবস। আজ সেখান থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করার কথা রয়েছে মোদীর। আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ অবস্থায় শনিবার প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।

উত্তরের প্রায় সব জেলাতেই রবিবার থেকে আবহাওয়া শুকনো হতে শুরু করবে। আজও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কেবল আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তার পর দক্ষিণবঙ্গের আর কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। বরং আবহাওয়া ধীরে ধীরে শুকনো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement