News Of The Day

কলকাতা ডার্বি। ট্রাম্প-পুতিন কূটনীতি। সাংবাদিক বৈঠকে কমিশন। রাহুলের ‘ভোটার অধিকার যাত্রা’। আর কী কী

কলকাতা ডার্বি, পুতিন এবং ট্রাম্প বৈঠক, নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক, বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই মরসুমে ছোটদের ডার্বি আগে হলেও বড়দের ডার্বি এটাই প্রথম। কারা জিতবে প্রথম বড় ম্যাচ? যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক হয়েছে দুই রাষ্ট্রনেতার। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সমসাময়িক আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। বৈঠক আপাত ভাবে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। পুতিনের দাবি, ২০২২ সালে আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে যদি ডোনাল্ড ট্রাম্প থাকতেন, তবে ইউক্রেন আক্রমণ করত না রাশিয়া। অন্য দিকে, পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ফোন করেন ট্রাম্প। সোমবারই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন জ়েলেনস্কি। এ সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। দুপুর ৩টের সময় এই বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে, এই বৈঠকে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে বিশেষ বার্তা দিতে পারে কমিশন। শুধু তা-ই নয়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোট ‘চুরি’ নিয়ে যে অভিযোগ তুলেছেন, তারও জবাব দিতে পারে। ঘটনাচক্রে, আজ থেকেই বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন রাহুল। বিহারে এই মুহূর্তে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে রাজনীতি সরগরম। এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বলা ভাল, আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই। বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে কমিশনের ভূমিকা, এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে সরব। এই আবহে কমিশন কী বার্তা দেয় তা নজরে থাকবে আজ।

ভোট ‘চুরি’ এবং বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে বিতর্কের আবহেই আজ থেকে নীতীশ কুমারের রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ১৬ দিন, ২০টির বেশি জেলা ঘুরে ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ১ সেপ্টেম্বর পটনা ময়দানে এই যাত্রা শেষ হবে। রাহুল জানিয়েছেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচিই নয়, এটি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন। এই ‘ভোটার অধিকার যাত্রা’য় শামিল হওয়ার জন্য জনতাকে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহেও বেশ কয়েক দিন বৃষ্টি চলবে। ফলে যাঁরা বিকেলের দিকে পুজোর কেনাকাটা করতে বেরোবেন, তাঁরা বৃষ্টির কারণে সমস্যায় পড়তে পারেন। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। লিগের তৃতীয় দিনই মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। খেলা রাত ৯টা থেকে। তার আগে সন্ধ্যা ৬:৩০-এ রয়েছে দুটো ম্যাচ। চেলসি খেলবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। নটিংহ্যাম ফরেস্ট মুখোমুখি ব্রেন্টফোর্ডের। সব ম্যাচ স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement