News Of The Day

আইএফএ শিল্ডের ফাইনালে মোহন ও ইস্টবেঙ্গল। দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে তদন্ত কোন পথে। আর কী কী নজরে

ইস্টবেঙ্গল কি ডার্বি জয়ের হ্যাটট্রিক করতে পারবে? না কি মোহনবাগান এই মরসুমে প্রথম বার বড় ম্যাচ জিতবে? জিতলে মরসুমের প্রথম ট্রফিও হবে বাগানের। খেলা শুরু সন্ধ্যা ৬টা থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি। আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগের দু’টি ডার্বিতেই জিতেছে লাল-হলুদ। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জিতেছে ইস্টবেঙ্গল। তারা কি ডার্বি জয়ের হ্যাটট্রিক করতে পারবে? না কি মোহনবাগান এই মরসুমে প্রথম বার বড় ম্যাচ জিতবে? জিতলে মরসুমের প্রথম ট্রফিও হবে বাগানের। খেলা শুরু সন্ধ্যা ৬টা থেকে। খেলা দেখা যাবে এসএসইএন অ্যাপে।

দুর্গাপুরের মেডিক্যাল কলেজের ‘নির্যাতিতা’ ছাত্রী ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। সপ্তাহখানেক পরে তিনি শুক্রবারই কলেজ হস্টেলে ফিরেছেন। ছাত্রীর সঙ্গে রয়েছেন তাঁর মা। পাশাপাশি, তাঁর দেখভালের জন্য হাসপাতাল থেকে এক জনকে পাঠানো হয়েছে। গত শুক্রবার সহপাঠী-বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ওই তরুণী নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। ওই ঘটনায় ‘নির্যাতিতা’র এক সহপাঠী এবং পাঁচ স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে দেখা করতে নিজের রাজ্যে ফেরেন ‘নির্যাতিতা’র বাবা। আজ এই মামলার সাম্প্রতিক খবরের দিকে নজর থাকবে।

Advertisement

কাল, রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ। ২২৪ দিন পর ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। ফলে যাবতীয় আগ্রহ এই দু’জনকে নিয়ে। অস্ট্রেলিয়ায় পৌঁছেই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন দু’জনে। রোহিত-কোহলি ছাড়াও শুভমন গিলদের প্রস্তুতির সব খবর।

কাল নামছে ভারতের মহিলা ক্রিকেট দলও। বিশ্বকাপে ভারতের সামনে ইংল্যান্ড। হরমনপ্রীত কৌরেরা পর পর দু’ম্যাচে হেরে নামছেন। কাল হারলে বিশ্বকাপের শেষ চারে ওঠা অত্যন্ত কঠিন হয়ে যাবে ভারতের। ভারতীয় দলের প্রস্তুতি এবং সাংবাদিক বৈঠকের খবর থাকবে।

নিউ জ়িল্যান্ড সফরে গিয়েছে ইংল্যান্ড। শনিবার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দু’দলই চাইবে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিতে। ম্যাচ শুরু সকাল ১১.৪৫ থেকে। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

দেশের ফুটবল আপাতত শেষ। শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা রয়েছে নটিংহ্যাম ফরেস্ট-চেলসি (বিকেল ৫টা), ব্রাইটন-নিউক্যাসল, বার্নলে-লিডস, ক্রিস্টাল প্যালেস-বোর্নমাউথ, ম্যাঞ্চেস্টার সিটি-এভার্টন, সান্ডারল্যান্ড-উলভস (সব সন্ধ্যা ৭.৩০টা), ফুলহ্যাম-আর্সেনালের (রাত ১০টা)। সব ম্যাচ স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২ এবং জিয়োহটস্টার অ্যাপে দেখা যাবে। বার্সেলোনা-জিরোনা (সন্ধ্যা ৭.৪৫) ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আমেরিকায় ফের জোরালো হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ। আজ ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাস্তায় নামছেন আমেরিকার সাধারণ জনতা। আমেরিকার বিভিন্ন প্রান্তে আজ প্রায় ২৫০০টি প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হওয়ার কথা। এর আগে গত জুন মাসেও এই ধরনের একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়েছিল। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement