গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ হার বাঁচানোর লড়াইয়ে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হওয়া থেকে বাঁচতে শেষ দিন কাটাতে হবে ঋষভ পন্থের দলকে। হাতে ৮ উইকেট। জেতার জন্য দরকার আরও ৫২২ রান। সেই লক্ষ্যে যে দল ঝাঁপাবে না, সেটাই স্বাভাবিক। জিততে না-পারলে সিরিজ় হারতে হবে। গুয়াহাটিতে শেষ দিনের খেলা সকাল ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইডেনে আজ দেখা যাবে বৈভব সূর্যবংশীর ব্যাটিং। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভবের বিহার খেলবে কলকাতায়। আজ প্রথম ম্যাচে তাদের সামনে চণ্ডীগড়। খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন হার্দিক পাণ্ড্যও। তাঁর দল বরোদা খেলবে বাংলার সঙ্গে। খেলা হায়দরাবাদে। এই ম্যাচও শুরু বিকেল ৪:৩০ থেকে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ১৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও কিছু নীচে নামতে পারে তাপমাত্রা। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।