Today’s Sports Events

বদলা নিয়ে ফাইনালে ভারত, রবিতে বিপক্ষে কারা? ইস্টবেঙ্গলের ম্যাচ, আর কী কী?

বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিলেন রোহিত-কোহলিরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। রোহিতদের সব খবর। দ্বিতীয় সেমিফাইনালে লড়াই নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকার। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। কেমন হল ভারতীয় দলের পারফরম্যান্স? ফাইনালের আগে ভারতীয় দলের সব খবর।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল আজ। মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। রবিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে কারা? এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের কোয়ার্টার ফাইনালে আজ নামছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলতে হবে তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগের সঙ্গে। রয়েছে আইএসএলের খেলা, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, রোহিতদের সব খবর

Advertisement

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। গত বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কেমন হল ভারতীয় দলের পারফরম্যান্স? রবিবার ফাইনাল। তার আগে কী ভাবে প্রস্তুত হচ্ছেন রোহিতেরা? ভারতীয় দলের সব খবর।

ভারতের সামনে ফাইনালে কারা? চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিতে লড়াই নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকার

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল আজ। মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যারা জিতবে রবিবার ফাইনালে তাদের খেলতে হবে ভারতের বিরুদ্ধে। লাহোরে সেমিফাইনাল শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আন্তর্জাতিক ফুটবলে ইস্টবেঙ্গল, এএফসি চ্যালেঞ্জ লিগে লাল-হলুদ

আইএসএলে আর আশা না থাকলেও আন্তর্জাতিক ফুটবলে আজ দাগ কাটতে পারে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের কোয়ার্টার ফাইনালে আজ নামছে লাল-হলুদ। যুবভারতীতে খেলতে হবে তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগের সঙ্গে। এই প্রতিযোগিতায় ৪টি গোল করে শীর্ষে রয়েছেন ইস্টবেঙ্গলের দিয়ামানতাকোস। তিনি কি পারবেন দলকে জেতাতে? খেলা শুরু সন্ধ্যা ৭টায়। এএফসি-র ইউটিউব চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে খেলা দেখানোর কথা।

আইএসএলে ওড়িশার শেষ ম্যাচ, হারলেই সুপার সিক্সের আশা শেষ

আইএসএলে আজ জামশেদপুর বনাম ওড়িশা ম্যাচ। এ বারের লিগে এটিই ওড়িশার শেষ ম্যাচ। হেরে গেলে সুপার সিক্সে ওঠা সম্ভব হবে না তাদের। জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে মুম্বইয়ের শেষ দু’টি ম্যাচের দিকে। জামশেদপুর আগেই প্রথম ছয়ে জায়গা পাকা করে নিয়েছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ, খেলবে লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ চারটি ম্যাচ। খেলবে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থাকা লিভারপুলের সামনে পিএসজি। খেলা রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে বায়ার্ন মিউনিখ-লেভারকুসেন ও বেনফিকা-বার্সেলোনা ম্যাচ। তার আগে রাত ১১:১৫ থেকে ফেনুর্ড-ইন্টার মিলান ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement