Today’s Sports Events

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ, অস্ট্রেলিয়ায় বিরাটদের প্রস্তুতির খবর, আর কী কী

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ়ে তৃতীয় ম্যাচ খেলবে ভারত। যারা জিতবে তাদের আর সিরিজ় হারার সম্ভাবনা থাকবে না। অস্ট্রেলিয়ায় কী ভাবে প্রস্তুতি সারছেন কোহলিরা? সব খবর। থাকছে আইপিএলের খবর, বাংলার রঞ্জি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৬:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে তৃতীয় ম্যাচ খেলবে ভারত। সিরিজ় এখন ১-১। আজ যারা জিতবে তাদের আর সিরিজ় হারার সম্ভাবনা থাকবে না।

Advertisement

৯ দিন পর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম টেস্ট। খেলা পার‌্থে। শোনা যাচ্ছে পার‌্থের উইকেটে গতি, বাউন্স দুটিই থাকবে। কী ভাবে প্রস্তুতি সারছেন কোহলিরা? ভারতীয় দলের সব খবর। থাকছে আইপিএলের খবর, বাংলার রঞ্জি ম্যাচ।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ

Advertisement

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে তৃতীয় ম্যাচ খেলবে ভারত। প্রথম দু’টি ম্যাচের পর সিরিজ় এখন ১-১। প্রথম ম্যাচে ভারত জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে যায় সূর্যকুমার যাদবের দল। আজ যারা জিতবে তাদের আর সিরিজ় হারার সম্ভাবনা থাকবে না। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ন’দিন পর শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়, কোহলিদের প্রস্তুতির খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আর ৯ দিন পর শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। প্রথম টেস্ট পার‌্থে। বিরাট কোহলিরা পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। শোনা যাচ্ছে পার‌্থের উইকেটে গতি, বাউন্স দুটিই থাকবে। কী ভাবে প্রস্তুতি সারছেন কোহলিরা? ভারতীয় দলের সব খবর।

আইপিএলে বড় নিলামের অপেক্ষা, সব দলের খবর

অপেক্ষা আইপিএলের বড় নিলামের। তার আগে কোন দল কাদের রাখছে, তা ঠিক হয়ে গিয়েছে। ২৪ ও ২৫ নভেম্বর ক্রিকেটার কেনার লড়াইয়ে কে কাকে টেক্কা দিতে পারে? আইপিএলের সব খবর।

মাঠে নামছেন শামি, বাংলার রঞ্জি ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে

আজ থেকে রঞ্জি ট্রফিতে পঞ্চম ম্যাচ খেলতে নামছে বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে এই ম্যাচে খেলবেন মহম্মদ শামি। ৩৫৯ দিন পর মাঠে নামবেন এই জোরে বোলার। নিঃসন্দেহে ভাল খবর বাংলার ক্রিকেট এবং অবশ্যই ভারতীয় ক্রিকেটের জন্য। অনুষ্টুপ মজুমদারের দল চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement