Today’s Sports Events

ভারতের টেস্ট দলের খবর, মোহনবাগানের সঙ্গে গোয়ার ম্যাচ, আর কী কী?

মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। থাকছে ভারতীয় টেস্ট দলের সব খবর। আইএসএলে রয়েছে গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। থাকছে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ ম্যাচও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ব্রিসবেন ছেড়ে মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। চতুর্থ টেস্ট শুরু হতে এখনও বাকি এক সপ্তাহ। তার আগে ভারতীয় টেস্ট দলের সব খবর থাকছে। আইএসএলে গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। শীর্ষস্থান মজবুত করার সুযোগ মোহনবাগানের কাছে। থাকছে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের ক্রিকেট ম্যাচ এবং বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি ম্যাচও।

Advertisement

মেলবোর্নে রোহিতেরা, ভারতীয় দলের খবর

২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। মেলবোর্নে খেলা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা মেলবোর্নে পৌঁছে গিয়েছেন। অ্যাডিলেড টেস্ট শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে ছাড়াই মেলবোর্নে গিয়েছে দল। দুই শিবিরের সব খবর।

Advertisement

গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শীর্ষস্থান ধরে রাখতে পারবে মোহনবাগান?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ নামছে মোহনবাগান। বিপক্ষে এফসি গোয়া। আজ দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিংসদের অ্যাওয়ে ম্যাচ। টানা চার ম্যাচ জিতে মোহনবাগান একক ভাবে শীর্ষে রয়েছে। তাদের ১১ ম্যাচে ২৬ পয়েন্ট। আজ খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা

মহিলাদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আজ ভারত মুখোমুখি শ্রীলঙ্কার। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। আজ জিতলেই ফাইনালে উঠে যাবে তারা। খেলা সকাল ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

ওয়েস্ট ইন্ডিজ়কে চুনকাম করতে পারবে বাংলাদেশ?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ় ইতিমধ্যেই জিতে গিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে তারা। আজ জিতলে বাংলাদেশ হোয়াইটওয়াশ করবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্য দিকে মুখরক্ষা করার লক্ষ্যে নামবেন ক্যারিবিয়ানরা। তৃতীয় ম্যাচ ভোর ৫:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement