Today’s Sports Events

টেস্ট ম্যাচে টি-টোয়েন্টির স্বাদ পেতে চান? দেখুন ইংল্যান্ডের খেলা, বিকালে ফুটবলে নামবে মহমেডান

আজ ক্রিকেট মাঠে দেখা যাবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ। ফুটবল মাঠে দেখা যাবে মহমেডানের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ০৭:৩২
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

টেস্ট ম্যাচেও আক্রমণাত্মক ক্রিকেট দেখতে চান? সেরকমই খেলছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করেছেন হ্যারি ব্রুক-বেন ডাকেটরা। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। প্রায় একই সময়ে ফুটবলের স্বাদও পাবেন ক্রীড়াপ্রেমীরা। কলকাতা লিগে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে মহমেডান।

Advertisement

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে আজ তৃতীয় দিনের খেলা। তুলনায় দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের পেয়েই শুরু হয়ে গিয়েছে ইংল্যান্ডের আক্রমণাত্মক বাজ়বল (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের পরিকল্পনা অনুযায়ী আক্রমণাত্মক ক্রিকেট খেলছে দল। তাঁর ডাকনাম ‘বাজ়’ বলে একে বাজ়বল বলা হয়।) ক্রিকেট। ওভারপিছু প্রায় পাঁচ রান করে তুলেছে ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শুরু বিকাল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

Advertisement

মহমেডানের হ্যাটট্রিক?

গ্রাফিক: সনৎ সিংহ।

কলকাতা লিগে আজ ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। নিজেদের মাঠে বিকেল ৩টে থেকে শুরু হবে খেলা। গ্রুপ এ-তে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান। তিনটি জিতেছে। একটি করে ড্র এবং হার। আগের দু’টি ম্যাচে জিতে গোটা সাদা-কালো দল আত্মবিশ্বাসী। কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া তারা। ইউনাইটেডও খারাপ খেলছে না। তারা মহমেডানের ঠিক নীচেই রয়েছে। এই ম্যাচ দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে। কলকাতা লিগে এ দিন আরও দু’টি ম্যাচ রয়েছে। সাদার্ন সমিতি খেলবে খিদিরপুরের বিরুদ্ধে। উয়াড়ি খেলবে পাঠচক্রের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচও বিকাল ৩টে থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement