Today’s Sports Events

ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াই, মোহনবাগানের খেলা, বাংলার ম্যাচ, আর কী কী?

ভোর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। ম্যাচের সব খবর। তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই আইএসএলে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ পঞ্জাব। রয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম টেস্টের খেলা, ইংলিশ প্রিমিয়ার লিগের আটটি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভোর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। প্রথম দুই টেস্টের পর সিরিজ়ের ফল ১-১। পাঁচ ম্যাচের সিরিজ়ে এই টেস্টে যারা জিতবে তাদের সিরিজ় হারের ভয় থাকবে না। ম্যাচের সব খবর।

Advertisement

তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই আজ আইএসএলে নামছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব। রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনের খেলা, ইংলিশ প্রিমিয়ার লিগের আটটি ম্যাচ।

শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, ম্যাচের সব খবর

Advertisement

আজ ভোর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। মেলবোর্নে খেলা শুরু ভোর ৫টা থেকে। প্রথম দুই টেস্টের পর সিরিজ়ের ফল ১-১। পাঁচ ম্যাচের সিরিজ়ে এই টেস্টে যারা জিতবে তাদের সিরিজ় হারের ভয় থাকবে না। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের লড়াই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

নেই পেত্রাতোস, চোটের জন্য মাঠের বাইরে আরও দু’জন, মোহনবাগানের কঠিন ম্যাচ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ খেলবে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে তাদের খেলতে হবে পঞ্জাব এফসির সঙ্গে। এই ম্যাচে মোহনবাগান চোটের জন্য পাচ্ছে না দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট ও আশিক কুরুনিয়নকে। ফলে লড়াই কঠিন হয়েছে। তার উপর আগের ম্যাচে গোয়ার কাছে হেরে গিয়ে চাপে রয়েছে সবুজ-মেরুন। যদিও ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এখনও হোসে মোলিনার দলই শীর্ষে রয়েছে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনের খেলা

ভারত-অস্ট্রেলিয়ার মতোই বিশ্বের আর এক প্রান্তে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। খেলা দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে। শান মাসুদ-বাবর আজমদের সঙ্গে টেম্বা বাভুমা-এইডেন মার্করামদের খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে। প্রথম দিনের খেলা শুরু দুপুর ১:৩০ থেকে।

বিজয় হজারে ট্রফিতে বাংলার ম্যাচ, দ্বিতীয় ম্যাচে খেলা ত্রিপুরার সঙ্গে

আজ বিজয় হজারে ট্রফিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলা। খেলা ত্রিপুরার সঙ্গে। প্রথম ম্যাচে দিল্লিকে ৫১ বল বাকি থাকতে সহজেই ৬ উইকেটে হারিয়েছেন অভিষেক পোড়েল, মুকেশ কুমারেরা। আজ কী হবে? খেলা শুরু সকাল ৯টা থেকে।

ইপিএলে মোট আট ম্যাচ, খেলবে চার বড় দল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মোট আটটি ম্যাচ। মাঠে নামবে চার বড় দল। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে এভার্টনের সঙ্গে। ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে। চেলসি খেলবে ফুলহ্যামের সঙ্গে। এই ম্যাচ রাত ৮:৩০ থেকে। রাত ১১টা থেকে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-উলভস ম্যাচ। লিভারপুলের খেলা রাত ১:৩০ থেকে। বিপক্ষে লিস্টার সিটি। এ ছাড়াও রাত ৮:৩০ থেকে রয়েছে নিউ ক্যাসল-অ্যাস্টন ভিলা, নটিংহ্যাম ফরেস্ট-টটেনহ্যাম, বোর্নমাউথ-ক্রিস্টাল প্যালেস, সাদাম্পটন-ওয়েস্টহ্যাম ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement