Neeraj Chopra

Tokyo Olympics: বিন্দ্রার পাশে নীরজ, ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জয়

প্রথম দুটি পদক যিনি জিতেছিলেন, সেই নর্ম্যান প্রিচার্ড ব্রিটিশ ভারতীয়। তাঁকে বাদ দিলে নীরজ চোপড়ার জ্যাভলিনে পদক জয় ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৮:১৬
Share:

অভিনব বিন্দ্রার পাশে নাম লেখানোর পর নীরজ চোপড়া। ছবি - টুইটার

অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে আবার সোনা জিতল ভারত। অভিনব বিন্দ্রার সোনা জয়ের পর এ বার নীরজ চোপড়া দেশকে সোনা এনে দিলেন। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে এটি ভারতের দ্বিতীয় সোনা।

Advertisement

শ্যুটিংয়ে অভিনব বিন্দ্রা ভারতকে সোনা এনে দিয়েছিলেন। সেটিই ব্যক্তিগত স্তরে অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের সেরা পারফরম্যান্স ছিল। এত দিন একাই ছিলেন বিন্দ্রা। এ বার তাঁর সাফল্যে ভাগ বসালেন নীরজ।

স্বপ্নপূরণ নীরজের।

অ্যাথলেটিক্সে ভারতকে সোনা দিলেন রবি। জ্যাভলিনে চ্যাম্পিয়ন হলেন তিনি। শুরু থেকেই এগিয়ে ছিলেন নীরজ। এক একটি রাউন্ড শেষ হয়েছে এবং নীরজের সোনা জয় নিশ্চিত হয়েছে। ৮৭.৫৮ মিটার ছোড়েন তিনি।

Advertisement

বিন্দ্রা দেশের হয়ে সোনা জিতেছিলেন ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement