Tokyo Olympic 2020

Tokyo Olympics: অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টারে ব্রাজিল, ছিটকে গেল দু’বারের সোনাজয়ী আর্জেন্টিনা

বুধবার গ্রুপের তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় ব্রাজিল। তবে আর্জেন্টিনা ১-১ ড্র করে স্পেনের বিরুদ্ধে, যা যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৩৩
Share:

ব্রাজিলের গোলদাতা রিচার্লিসন। ছবি রয়টার্স

অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ব্রাজিল। তবে ছিটকে গেল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী তথা দু’বারের সোনাজয়ী আর্জেন্টিনা

Advertisement

বুধবার গ্রুপের তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় ব্রাজিল। তবে আর্জেন্টিনা ১-১ ড্র করে স্পেনের বিরুদ্ধে, যা যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল না।

সৌদি আরবের বিরুদ্ধে ১৪ মিনিটেই গোল করে ব্রাজিল। দলকে এগিয়ে দেন মাথিয়াস কুনহা। আবদুলেল্লা আলামরির ফ্রি-কিকে সমতা ফেরায় সৌদি আরব। এর পরে জোড়া গোল করেন রিচার্লিসন। জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। প্রতিযোগিতায় পাঁচ গোল হয়ে গেল তাঁর।

Advertisement

গোলের পর রিচার্লিসনকে অভিনন্দন দানি আলভেসের। ছবি রয়টার্স

স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য ছিল। ৬৬ মিনিটে এগিয়ে যায় স্পেন। গোল করেন মিকেল মেরিনো। ৮৭ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা। কর্নার থেকে গোল করেন টমাস বেলমন্তে। কিন্তু জয়সূচক গোলটি পায়নি তারা।

গ্রুপে চার পয়েন্ট নিয়ে স্পেন এবং মিশরের পরে শেষ করেছে আর্জেন্টিনা। প্রথম দুই দল পরের রাউন্ডে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement