Tokyo Olympics 2020

Tokyo Olympics: অলিম্পিক্সের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জয় সিন্ধুর

প্রথম কয়েক পয়েন্টের ক্ষেত্রে জোর টক্কর হয়েছে দুই খেলোয়াড়ের। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই নিয়ন্ত্রণ চলে এসেছে সিন্ধুর হাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ০৮:৪৩
Share:

প্রথম ম্যাচে জয় সিন্ধুর। ছবি রয়টার্স

অলিম্পিক্সের প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে শুরু করলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পোলিকারপোভা সেনিয়াকে সরাসরি সেটে উড়িয়ে দিলেন তিনি।

Advertisement

প্রথম কয়েক পয়েন্টের ক্ষেত্রে জোর টক্কর হয়েছে দুই খেলোয়াড়ের। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই নিয়ন্ত্রণ চলে এসেছে সিন্ধুর হাতে। প্রথম সেটে একসময় টানা ১৩টি পয়েন্ট জেতেন সিন্ধু। সেট পকেটে পুরে নেন ২১-৭ ব্যবধানে।

দ্বিতীয় সেটেও একই দৃশ্য। এ বার সিন্ধুকে আরও ক্ষিপ্র দেখাচ্ছিল। ম্যাচ যেন যত দ্রুত সম্ভব শেষ করতে চাইছিলেন তিনি। বিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগই দেননি। ড্রপ শট, ভলি, স্ম্যাশ— নিজের ঝুলি থেকে একের পর এক অস্ত্র বের করে আনছিলেন সিন্ধু। সেনিয়া কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন। দ্বিতীয় সেট ২১-১০ পয়েন্টে জিতে নেন সিন্ধু।

Advertisement

দ্বিতীয় তথা গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের চিউং গান ই-র মুখোমুখি হবেন সিন্ধু, যাঁর বিশ্ব র‌্যাঙ্কিং ৩৪।

এদিকে, রোয়িংয়েও সাফল্যের মুখ দেখল ভারত। অর্জুন লাল এবং অরবিন্দ সিংহ পুরুষদের লাইটওয়েট ডাবলস স্কালসের সেমিফাইনালে উঠে গেলেন। রেপেশাজ রাউন্ডে তাঁরা তৃতীয় স্থানে শেষ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন