Sjoerd Marijne

Tokyo Olympics: রানিদের দায়িত্বে আর নেই শোয়ার্ড মারিন, সরে দাঁড়ালেন মহিলা হকি দলের প্রশিক্ষকের পদ থেকে

স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (সাই) মারিন, স্কপম্যান দুজনের চুক্তি বাড়ানোর পরামর্শ দিলেও ব্যাক্তিগত কারণে দেশে ফিরতে চাইছেন মারিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:২৪
Share:

শোয়ার্ড মারিন ফাইল চিত্র

টোকিয়ো থেকে পদক আনতে ব্যর্থ হওয়ার দিনেই দল থেকে সরে দাঁড়ালেন ভারতের মহিলা হকি দলের প্রশিক্ষক শোয়ার্ড মারিন। পদক জিততে না পারলেও ভারতের মেয়েদের লড়াই নজর কেড়েছে গোটা ভারতের।

Advertisement

ম্যাচ হারার ঘন্টা খানেক পরেই সাংবাদিক সম্মেলন ডেকে ভারতের মহিলা দলের কোচ বলেন, ‘‘ভারতীয় দলের উন্নতির জন্য আমার আর কোনও পরিকল্পনা নেই। ভারতের মহিলা দলের কোচ হিসেবে এটাই আমার শেষ ম্যাচ ছিল। এবার পুরো দায়িত্ব জান্নেকার স্কপম্যানের ওপর।’’

স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (সাই) মারিন, স্কপম্যান দুজনের চুক্তি বাড়ানোর পরামর্শ দিলেও ব্যাক্তিগত কারণে দেশে ফিরতে চাইছেন মারিন। তিনি বলেন, ‘‘আমি সাড়ে তিন বছর পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। তবে আমি এই দলের সবার অভাব বোধ করব। একটা দারুণ যাত্রা শেষ হল।’’

Advertisement

রানিদের জন্য গর্বিত মারিন। গোটা দেশকে অনুপ্রাণিত করেছে ভারতের মহিলা হকি দলের খেলা। এমনটাই মনে করেন তিনি। মারিন রানিদের বলেন, ‘‘তোমরা হয়ত পদক জিততে পারোনি, তবে ভারতীয়দের হৃদয় জিতে নিয়েছ। আমি তোমাদের জন্য গর্বিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন