Yohan Blake

Yohan Blake: বোল্টের উত্তরসূরি হয়ে ওঠার পরীক্ষা ব্লেকের

শনিবারই প্রথম পর্বের হিট-এ মাত্র ৯.৯১ সেকেন্ডে দৌড় শেষ করেছেন কানাডার আন্দ্রে দে গ্রাসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ০৭:৩৫
Share:

নজরে: শনিবার ১০০ মিটারের হিটে জামাইকার ব্লেক। রয়টার্স

টানা তিনটি অলিম্পিক্সে সোনা জেতার পরে অবসর নিয়েছেন কিংবদন্তি ইউসেইন বোল্ট। আজ, রবিবার টোকিয়ো পেতে চলেছে নতুন এক অলিম্পিক্স জয়ীকে। পুরুষদের একশো মিটার দৌড়ের সেমিফাইনাল ও ফাইনালে নজর কাড়তে চলেছেন একাধিক স্প্রিন্টার।

Advertisement

শনিবারই প্রথম পর্বের হিট-এ মাত্র ৯.৯১ সেকেন্ডে দৌড় শেষ করেছেন কানাডার আন্দ্রে দে গ্রাসে। রিয়ো অলিম্পিক্সে (২০১৬) বোল্ট ও ইয়োহান ব্লেকের পরে শেষ করেছিলেন গ্রাসে। ব্রোঞ্জ পদক পেয়েছিলেন সে বার। টোকিয়োয় সোনা জিতেই ফিরতে চান অভিজ্ঞ স্প্রিন্টার। শনিবার প্রথম পর্বের হিট শেষে তাঁকে নিয়েই চর্চা শুরু হয়ে গিয়েছে গণমাধ্যমে। কেউ কেউ মনে করছেন, বোল্ট পরবর্তী যুগে বিশ্বরেকর্ডের গড়ার দাবিদার তিনিই।

যদিও গ্রাসের উপরেই শুধুমাত্র নজর থাকবে না। ইটালির ল্যামন্ট মার্সেল জেকবসও শনিবার ৯.৯৪ সেকেন্ডে হিট শেষ করেছেন। তাঁকেও পদকের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এমনকি নাইজেরিয়ার ইনোখ আদেগোকে ৯.৯৮ সেকেন্ডে শেষ করেছেন দৌড়। তাঁদের সঙ্গেই পদকের আশা থাকছে জামাইকার ইয়োহান ব্লেকের উপরে। বোল্টের ব্যাটন বহন করার পরীক্ষাও তাঁর। এ দিন হিটে তিনি ১০.০৬ সেকেন্ডে দৌড় শেষ করলেও অনেকেই মনে করছেন, তিনি নিজের সেরাটা দেননি। সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেই পারফরম্যান্স হয়তো তুলে রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার রনি বেকারও এ দিন হিট-এ ১০.০১ সেকেন্ডে দৌড় শেষ করেছেন। অলিম্পিক্সে আসার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রায়ালে তিনি ৯.৮৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। সেটাই তাঁর জীবনের সেরা দৌড় হিসেবে ধরা হয়। রবিবার তিনি কি পারবেন বোল্টের জায়গা নিতে? তা সময়ই বলবে।

Advertisement

রবিবার অলিম্পিক্সে: পুরুষদের ১০০ মিটার ফাইনাল সন্ধে ৬.২০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন