Novak Djokovic

দাপটে জয় জ়োকোভিচের

শীর্ষবাছাই নোভাক জ়োকোভিচ মঙ্গলবার স্ট্রেট সেটে জিতে অভিযান শুরু করলেন ফরাসি ওপেনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৫
Share:

জোকোভিচ। ছবি :এপি।

রজার ফেডেরার না থাকায় এ বারের ফরাসি ওপেনে তাঁদের দু’জনকে ট্রফির দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। এঁদের মধ্যে এক জন রাফায়েল নাদাল, সোমবার সহজ জয় পেয়েছেন। দ্বিতীয় জন শীর্ষবাছাই নোভাক জ়োকোভিচ মঙ্গলবার স্ট্রেট সেটে জিতে অভিযান শুরু করলেন সুইডেনের মিকায়েল ইমার-এর বিরুদ্ধে। ফল ৬-০, ৬-২, ৬-৩।

Advertisement

মেয়েদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভাও দ্বিতীয় রাউন্ডে উঠলেন। মিশরের প্রতিপক্ষ মায়ার শেরিফকে হারালেন ৬-৭ (৯), ৬-২, ৬-৪। দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে ইয়েলেনা অস্তাপেঙ্কো। যিনি প্রথম রাউন্ডে ৬-২, ৬-১ হারান মার্কিন খেলোয়াড় ম্যাডিসন ব্রেঙ্গলকে। পাশাপাশি ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনোভিচ প্রথম রাউন্ডে হেরে ফুটবলের মতো ‘ভিএআর’ পদ্ধতি টেনিসে আনার দাবি তুললেন।

মঙ্গলবারের অন্য গুরুত্বপূর্ণ ফল: পুরুষদের সিঙ্গলসে ১) সপ্তম বাছাই মাতেও বারেত্তিনি ৬-৩, ৬-১, ৬-৩ জিতেছেন ভাসেক পসপিসিলের বিরুদ্ধে। ৩) ২০ তম বাছাই ক্রিশ্চিয়ান গ্যারিন ৬-৪, ৪-৬, ৬-১, ৬-৪ হারান ফিলিপ কোলস্রাইবারকে।

Advertisement

মেয়েদের সিঙ্গলসে ১) চতুর্থ বাছাই সোফিয়া কেনিন ৬-৪, ৩-৬, ৬-৩ হারান লুডমিলা সামসোনোভাকে ২) ক্লারা টসন ৬-৪, ৩-৬, ৮-৬ জয় পেয়েছেন জেনিফার ব্র্যাডির বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন