হেরে প্রশ্নের মুখে পেলিগ্রিনি, ড্র করে মোরিনহোও

ইপিএল চ্যাম্পিয়ন চেলসি। নিউকাসল ইউনাইটেডের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়ে ২-২। ইপিএল রানার্স আপ ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ১-৪ হার। এক সপ্তাহের আগের মতোই ফের প্রিমিয়ার লিগে হারের মুখে পড়ল ম্যাঞ্চেস্টার সিটি। এ দিন টটেনহ্যামের বিরুদ্ধে ১-০ এগিয়েও শেষমেশ ১-৪ হারতে হল সিটিকে। ম্যানুয়েল পেলিগ্রিনির দল ভাল শুরু করলেও যত ম্যাচ এগিয়েছে, তত বেশি আক্রমণ বাড়াতে শুরু করে টটেনহ্যাম। এরিক ডায়ারের গোলে ১-১ হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৭
Share:

দুই কোচ। এক প্রশ্ন। শনিবার ইপিএলে। ছবি: এএফপি

ইপিএল চ্যাম্পিয়ন চেলসি। নিউকাসল ইউনাইটেডের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়ে ২-২।
ইপিএল রানার্স আপ ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ১-৪ হার।
এক সপ্তাহের আগের মতোই ফের প্রিমিয়ার লিগে হারের মুখে পড়ল ম্যাঞ্চেস্টার সিটি। এ দিন টটেনহ্যামের বিরুদ্ধে ১-০ এগিয়েও শেষমেশ ১-৪ হারতে হল সিটিকে।
ম্যানুয়েল পেলিগ্রিনির দল ভাল শুরু করলেও যত ম্যাচ এগিয়েছে, তত বেশি আক্রমণ বাড়াতে শুরু করে টটেনহ্যাম। এরিক ডায়ারের গোলে ১-১ হয়। দ্বিতীয়ার্ধে টোবি অল্ডারউইরেল্ড, হ্যারি কেন ও এরিক লামেলার গোলে পেলিগ্রিনির উপরে আরও চাপ বাড়িয়ে দেয় টটেনহ্যাম। ম্যাচ শেষে হারের কারণ হিসাবে ম্যান সিটি কোচ দায়ী করলেন এরিক ডায়ারের গোলকেই। ‘‘হয়তো ওই সময় ডায়ারের গোলটাই আমাদের মানসিক ভাবে পিছিয়ে দিল,’’ মন্তব্য তাঁর। সঙ্গে সের্জিও আগেরোকে কাঠগরায় দাঁড় করিয়ে পেলিগ্রিনি যোগ করেন, ‘‘আমাদের অনেক সুযোগ এসেছিল গোল করার। সেটা নিতে পারলাম না।’’ রেফারি ও লাইন্সম্যানকে একহাত নিয়ে তিনি আরও বলছেন, ‘‘দুটো গোল পরিষ্কার অফসাইড ছিল।’’
সিটির হারের সুযোগ অবশ্য পুরোপুরি নিতে পারলেন না জোসে মোরিনহো। পুরো তিন পয়েন্ট নিয়ে তাঁকে ফিরতে দিল না চেলসি কোচের বরাবরের অপয়া মাঠ সেন্ট জেমস পার্ক। ০-২ থেকে ২-২ করে তাঁর টিমকে সন্তুষ্ট থাকতে হল এক পয়েন্ট নিয়েই। নিউকাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে কোনও দিন জিততে পারেননি দ্য স্পেশ্যাল ওয়ান। এ দিনও প্রথমার্ধের শেষ দিকে আয়োজে পেরেজের গোলে ১-০ এগোয় নিউকাসল। যে টিম গত কয়েক সপ্তাহে একটা ম্যাচও জিততে পারেনি, হঠাত্ করেই এক গোলে এগিয়ে আত্মবিশ্বাস পেয়ে যায় তারা। বিরতির পরে জিওর্জিও উইজন্যালডামের গোলে ব্যবধান বাড়ায় নিউকাসল। ম্যাচের শেষলগ্নে রামিরেজ ও উইলিয়ানের গোলে ২-২ করে হার বাঁচাল চেলসি।
ও দিকে, ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে হারের পরে প্রশ্ন উঠে গেল এত ভাল দল থাকতেও কেন জিততে পারছে না সিটি? কিছু দিন আগেও মনে হচ্ছিল, তারাই এ বার সবাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু এখন সেই দলের হঠাত্ ছন্দপতন ঘটল কেন? সমর্থকদের খলনায়ক কিন্তু সেই পেলিগ্রিনিই। যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমর্থকরা পোস্ট করলেন, ‘‘পেলিগ্রিনির মতো বাজে কোচকে সরিয়ে দেওয়া হোক।’’ আবার কয়েক জন পোস্ট করেন, ‘‘বুঝতে পারছি না স্টার্লিং, আগেরোর মতো ফুটবলাররা থেকেও কী করে আমরা জিততে পারছি না।’’

Advertisement

স্বস্তিতে নেই মোরিনহোও। শনিবার ম্যাচ ড্র করার পরেও তাঁর ভবিষ্যত্ নিয়ে জল্পনা আটকানো গেল না। কিছু দিন আগেই যে কোচকে নতুন চুক্তি দেওয়া হয়েছিল, তিনি আদৌ এ বার গোটা মরসুম চেলসিতে টিকে থাকতে পারবেন কি না, এখন সেটাই প্রশ্ন। ম্যাচ শুরু হওয়ার আগে মোরিনহো বলেছিলেন, ‘‘এই মাঠে কেন জিততে পারি না জানা নেই। তবে এমন নয় যে প্রতি বার আমরা খারাপ খেলি। ওরা শুধু একটা করে বেশি গোল করে দেয়।’’

ম্যান সিটি বিপর্যয়ের সুযোগ নিয়ে আবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইপিএল টেবলের শীর্ষে চলে গেল। এ দিন সান্ডারল্যান্ডকে ৩-০ উড়িয়ে লুই ফান গলের দল প্রমাণ করে দিল, এ বারের দৌড়ে তারা অন্যতম দাবিদার। গোল করলেন মেম্ফিস দেপে, ওয়েন রুনি ও খুয়ান মাতা। দলের পারফরম্যান্সে খুশি ফান গল বলছেন, ‘‘আমার দল দুর্দান্ত গোল করল। আমরা দারুণ খেলেছি। শীর্ষে দল। আমিও খুশি।’’

Advertisement

অন্য ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও লিস্টার সিটির বিরুদ্ধে ৫-২ জিতল আর্সেনাল। হ্যাটট্রিক করলেন অ্যালেক্সিস সাঞ্চেজ। অ্যাস্টন ভিলাকে ৩-২ হারাল লিভারপুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন