চার গোলে জয় পেয়ে ট্রফি জেতার দৌড়ে থাকল টটেনহ্যাম

প্রিমিয়ার লিগ জমিয়ে দিল টটেনহ্যাম হটস্পার। চেলসির ওপর চাপ বাড়িয়ে শনিবার ওয়াটফোর্ডকে ৪-০ হারাল টটেনহ্যাম হটস্পার। ফলে চেলসির উপর চাপ বাড়িয়ে কন্তের দলের থেকে মাত্র সাত পয়েন্ট দূরে থাকল টটেনহ্যাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৩:৩৫
Share:

প্রিমিয়ার লিগ জমিয়ে দিল টটেনহ্যাম হটস্পার। চেলসির ওপর চাপ বাড়িয়ে শনিবার ওয়াটফোর্ডকে ৪-০ হারাল টটেনহ্যাম হটস্পার। ফলে চেলসির উপর চাপ বাড়িয়ে কন্তের দলের থেকে মাত্র সাত পয়েন্ট দূরে থাকল টটেনহ্যাম। কয়েক দিন আগেই টটেনহ্যাম কোচ পোখেটিনো জানিয়েছিলেন শেষ ম্যাচ টটেনহ্যাম তাড়া করবে চেলসিকে। দেলে আলিরাও কোচের কথা রাখলেন। ওয়ার্টফোর্ডের বিরুদ্ধে কোচকে বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিলেন আলিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement