Lionel Messi

মেসির পাশে কোমান, বার্সার জার্সিতেই দেখতে চান পেপ

কিন্তু গুয়ার্দিওলার মন্তব্য, ‘‘আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি চাই বার্সেলোনাতেই থাকুক মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৪:১৮
Share:

—ফাইল চিত্র।

লিয়োনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন মোড় এনে দিলেন পেপ গুয়ার্দিওলা। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে বৃহস্পতিবারই আরও দু’বছরের জন্য চুক্তি করেছেন তিনি। গোটা বিশ্ব জুড়ে আগ্রহ তৈরি হয়েছে, সম্পর্ক খারাপ হয়ে পড়ায় বার্সেলোনা ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি? গরিষ্ঠ অংশের বিশ্বাস, তিনি পুরনো গুরু গুয়ার্দিওলার অধীনেই খেলবেন ম্যান সিটিতে।

Advertisement

কিন্তু গুয়ার্দিওলার মন্তব্য, ‘‘আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি চাই বার্সেলোনাতেই থাকুক মেসি। ও বার্সেলোনারই খেলোয়াড়। আমি হাজার বার বলেছি। ভক্ত হিসেবে আমি চাইব, ও বার্সেলোনাতেই কেরিয়ার শেষ করুক।’’ গত অগস্টেই বার্সেলোনাকে আইনসিদ্ধ ভাবে মেসি জানিয়ে দেন, তিনি ক্লাব ছাড়তে চান। কিন্তু ‘ফ্রি’ ট্রান্সফারের রাস্তা আটকে দেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।

ডামাডোলের মধ্যে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বার্তোমেউ। কিন্তু এখনও প্রতিনিয়ত মেসি বনাম বার্সা সংঘাত লেগেই রয়েছে। সেই কারণেই সম্ভাবনা জোরালো হচ্ছে যে, মেসি এবং বার্সার মধুচন্দ্রিমা সম্ভবত শেষের দিকে। গুয়ার্দিওলাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করায় তাঁর জবাব, ‘‘ওর চুক্তি এ বছরেই শেষ হয়ে যাচ্ছে। তার পরে কী হবে আমি জানি না।’’ আজ, শনিবার, ইপিএলে জোসে মোরিনহোর টটেনহ্যাম হটস্পারের সঙ্গে দ্বৈরথ গুয়ার্দিওলার ম্যান সিটি। নিউক্যাসলের বিরুদ্ধে নামছে চেলসি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ। রবিবার লেস্টার সিটির বিরুদ্ধে পরীক্ষা লিভারপুলের। আর্সেনাল খেলবে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে।

Advertisement

অন্য দিকে, লা লিগায় মেসির বার্সেলোনা ডার্বি পরীক্ষার মুখে। শনিবার অ্যাওয়ে ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে ম্যাচ তাঁদের। তার আগে ম্যানেজার রোনাল্ড কোমানের সামনেও ফের উঠে এসেছে মেসিকে নিয়ে প্রশ্ন। কোমান কিন্তু মেসির পাশেই দাঁড়িয়েছেন। আঁতোয়া গ্রিজ়ম্যানের খারাপ ফর্ম না কি মেসির জন্যই! ফরাসি ফুটবলারের এক প্রাক্তন এজেন্ট এমনই অভিযোগ তুলেছেন। তা নিয়ে সাংবাদিকেরা জিজ্ঞেস করায় ক্ষোভে ফেটে পড়েছিলেন লিয়োনেল মেসি। বলেছিলেন, ‘‘বার্সায় যখন যা ঘটছে, সব কিছুর জন্যই আমাকে দায়ী করা হচ্ছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি।’’

কোমান বলেছেন, ‘‘আমি লিয়োর জায়গায় থাকলে প্রশ্নটা শুনে ঘৃণাই জন্মাত। এই ধরনের প্রশ্ন কেন করা হবে? পনেরো ঘণ্টা বিমান যাত্রা করে বার্সেলোনা পৌঁছনোর পরে এমন প্রশ্নের সামনে পড়া সত্যিই দুর্ভাগ্যজনক।’’ যোগ করছেন, ‘‘মেসির আরও অনেক সম্মান প্রাপ্য। আর আমি যা দেখেছি ম্যাচে বা ট্রেনিংয়ের সময়, মেসি ও গ্রিজ়ম্যানের মধ্যে কোনও সমস্যাই নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন