ফের তোপ দাগলেন মর্গ্যান

ডার্বি আর মাত্র দিন পাঁচেক দূরে। লিগ খেতাব জয়ের প্রশ্নে যে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম পরিস্থিতিতে ইস্টবেঙ্গলে সমস্যা তো কমছেই না। বরং তা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারও মাঠ পাওয়া নিয়ে ঝামেলা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৪:০২
Share:

প্রস্তুতি: মর্গ্যানের প্রস্তুতিতে ফের বাধা হকি। নিজস্ব চিত্র

ডার্বি আর মাত্র দিন পাঁচেক দূরে। লিগ খেতাব জয়ের প্রশ্নে যে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম পরিস্থিতিতে ইস্টবেঙ্গলে সমস্যা তো কমছেই না। বরং তা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারও মাঠ পাওয়া নিয়ে ঝামেলা হল।

Advertisement

কর্তারা তাঁর টিম গঠনে হস্তক্ষেপ করছেন বলে সোমবার বোমা ফাটিয়েছিলেন ট্রেভর জেমস মর্গ্যান। তার উপর নির্ধারিত সময়ে অনুশীলন করতে পারছেন না বলে মঙ্গলবারও ফের একরাশ ক্ষোভ উগরে দিলেন লাল-হলুদ কোচ। এবং সেটা ঘুরিয়ে কর্তাদের বিরুদ্ধেই। ‘‘আমি ছেলেদের বলেছিলাম সাড়ে সাতটায় আসতে। মাঠে নামতে পেরেছি ন’টায়। মাঠে গিয়ে দেখলাম অন্যরা খেলছে। কর্তাদের বলেছি, সমস্যার সমাধান হচ্ছে না।’’ এ দিন অনুশীলনের পর এভাবেই কর্তাদের দিকে ফের অভিযোগের আঙুল তুলেছেন ব্রিটিশ কোচ, নিজস্ব ঢঙে। দৃশ্যতই বিরক্ত ও ক্ষুব্ধ দেখাচ্ছিল তাঁকে। কর্তারা অবশ্য সামনে ডার্বি বলে কোচের মন্তব্যকে গুরুত্ব দিয়ে ঝামেলা বাড়াতে চাইছেন না। অপেক্ষায় রয়েছেন তাঁরা।

এ দিন মেহতাব হোসেন, উইলিস প্লাজাদের অনুশীলন ছিল সাড়ে আটটায়। মর্গ্যান টিম নিয়ে মাঠে গিয়ে দেখেন রাজ্য হকি সংস্থার ট্রায়াল চলছে। প্রায় আধ ঘণ্টা পর ক্লাবের মাঠ সচিব ও অন্য কর্তারা হকির লোকজনকে বুঝিয়ে-সুঝিয়ে বাইরে বের করে আনেন। হকির সঙ্গে মাঠ নিয়ে সমস্যা মেটাতে এ দিন ইস্টবেঙ্গল কর্তারা গিয়েছিলেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্তাদের কাছে। তাঁরা সেখানে আর্জি জানিয়ে আসেন, ‘‘সারা দিন তো হকিকেই দিয়ে দেওয়া হচ্ছে। মাত্র দেড় ঘণ্টা যাতে ফুটবল হয় সেটা দেখুন।’’ তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কর্তাদের আশঙ্কা আজ বুধবার এবং শুক্রবার অনুশীলনের সময়ও ঝামেলা করবে হকির লোকজন। দু’দিনই অবশ্য ‘ক্লোজড ডোর’ অনুশীলন করবে ইস্টবেঙ্গল। সম্ভবত ঝামেলা এড়াতেই মর্গানের এই ভাবনা।

Advertisement

আরও পড়ুন: গোলে ফিরলেন এ বার বলবন্তও

মাঠ নিয়ে এ দিন ঝামেলা মেটার পর ন’টা নাগাদ অনুশীলনে নামে ইস্টবেঙ্গল। বহু দিন বাদে একসঙ্গে চার জন বিদেশিকেই দেখা যায় অনুশীলন করতে। প্রায় তিন সপ্তাহ পর মাঠে ফিরেছেন উইলিস প্লাজা। ওয়েডসন আনসেলেম পুরো অনুশীলন করেন। মর্গ্যানকে দেখা যায় মিডিও ও ফরোয়ার্ডদের নিয়ে কিছু নতুন মুভ করাতে। মোহনবাগান গোলের দরজা খোলার জন্যই এই প্রস্তুতি।

ইস্টবেঙ্গল কোচ এ দিন ডার্বি নিয়ে তাঁর ভাবনার কথা জানিয়ে দেন। ‘‘ডার্বি সমর্থকদের কাছে স্পেশ্যাল হলেও আমার কাছে আর একটা লিগের ম্যাচ। যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে,’’ বলে দেন তিনি। ওয়েডসন এ দিন পুরো অনুশীলন করলেও মর্গ্যান তাঁকে ডার্বিতে খেলাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রাখেন। বলে দেন, ‘‘ও পুরো অনুশীলন করেছে। শনিবার ঠিক করব নামাব কি না?’’ বলতে বলতে অবশ্য ইঙ্গিতপূর্ণ ভাবে হাসতে দেখা যায় তাঁকে। জানিয়ে দেন, মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচে সনি নর্দে, ইউসা কাতসুমিদের দেখেননি তিনি।

ফুটবল ট্রায়াল: ঐক্য সম্মিলনীর ফুটবল ট্রায়াল ৭ ও ৮ এপ্রিল বিকেল তিনটেয় বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব মাঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন