Sports News

পূজারার রান নিয়ে মজায় মাতল সোশ্যাল মিডিয়া

তার আগেই প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল। রানের খাতা খুলতে পারেননি লোকেশ। তিনি যখন ফেরেন তখন দলের রান ৭। পূজারাকে হয়তো কোচই বলে পাঠিয়েছিলেন ধরে খেলতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ২১:৪৯
Share:

চেতেশ্বর পূজারা। বুধবার যাঁর ৫৪ বলে রানের খাতা খোলা নিয়ে মজায় মেতেছে ক্রিকেট বিশ্ব। ছবি: রয়টার্স।

চেতেশ্বর পূজারার ৫৪ বল খেলার পর রানের খাতা খোলা নিয়ে টুইটারে আলোচনায় মাতল ক্রিকেটপ্রেমীরা। আলোচনাটা শেষ পর্যন্ত মজায় গিয়েই থামল। শুধু টুইটারই নয় চেতেশ্বর পূজারা ৫৪তম বলে গিয়ে যখন তাঁর প্রথম রান নিলেন তখন ড্রেসিংরুমেও হাসির রোল। ক্যামেরা প্যান করতেই ধরা পড়ল রাহানে থেকে স্বয়ং কোচ রবি শাস্ত্রীর মুখ। সবারই মুখে হালকা হাসি।

Advertisement

তার আগেই প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল। রানের খাতা খুলতে পারেননি লোকেশ। তিনি যখন ফেরেন তখন দলের রান ৭। পূজারাকে হয়তো কোচই বলে পাঠিয়েছিলেন ধরে খেলতে। সেটাই হয়তো অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি। তার পর হাফ সেঞ্চুরিও করেন পূজারা। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে নানা মন্তব্য। পূজারাকে নিয়ে মন্তব্য করে বসেন স্বয়ং হর্ষ ভোগলেও।

একজন তাঁর টুইট পোস্টে তো জয়া বচ্চনের অল্প বয়সের আর বেশি বয়সের ছবি পোস্ট করে লেখেন, ‘ছবি ১: যখন পূজারা ব্যাট করতে এসেছিলেন। ছবি ২: যখন পূজারা প্রথম রান করলেন।’ কেউ লেখেন, ‘যখন পূজারা ব্যাট করতে এসেছিলেন আর যখন পূজারা রান পেলেন ততক্ষণে আমরা সবাই বড় হয়ে গেলাম।’

Advertisement

আরও পড়ুন
১৮৭ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস

পূজারার আগে তাঁর থেকেই বেশি বল নিয়েছিলেন রাজেশ চৌহান। তিনি ৫৭ বল খেলেছিলেন প্রথম রান করতে। সেটা ১৯৯৪ সাল। খেলা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তিনি নিউজল্যান্ডের বিরুদ্ধে ৬১ বল নিয়েছিলেন। সেটা ২০১৩ সাল। ফাফ দু প্লেসি নিয়েছিলেন ৫২ বল এবং হাশিম আমলা নিয়েছিলেন ৪৫ বল। 🇮🇳 * * * * (___)

পূজারার আগে তাঁর থেকেই বেশি বল নিয়েছিলেন রাজেশ চৌহান। তিনি ৫৭ বল খেলেছিলেন প্রথম রান করতে। সেটা ১৯৯৪ সাল। খেলা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তিনি নিউজল্যান্ডের বিরুদ্ধে ৬১ বল নিয়েছিলেন। সেটা ২০১৩ সাল। ফাফ দু প্লেসি নিয়েছিলেন ৫২ বল এবং হাশিম আমলা নিয়েছিলেন ৪৫ বল। 🇮🇳 (___)

পূজারার আগে তাঁর থেকেই বেশি বল নিয়েছিলেন রাজেশ চৌহান। তিনি ৫৭ বল খেলেছিলেন প্রথম রান করতে। সেটা ১৯৯৪ সাল। খেলা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তিনি নিউজল্যান্ডের বিরুদ্ধে ৬১ বল নিয়েছিলেন। সেটা ২০১৩ সাল। ফাফ দু প্লেসি নিয়েছিলেন ৫২ বল এবং হাশিম আমলা নিয়েছিলেন ৪৫ বল। 🇮🇳 * * * * (___)

পূজারার আগে তাঁর থেকেই বেশি বল নিয়েছিলেন রাজেশ চৌহান। তিনি ৫৭ বল খেলেছিলেন প্রথম রান করতে। সেটা ১৯৯৪ সাল। খেলা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তিনি নিউজল্যান্ডের বিরুদ্ধে ৬১ বল নিয়েছিলেন। সেটা ২০১৩ সাল। ফাফ দু প্লেসি নিয়েছিলেন ৫২ বল এবং হাশিম আমলা নিয়েছিলেন ৪৫ বল। 🇮🇳 * * * * (___)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন