বিমান-বিভ্রাটে ক্ষুব্ধ সচিন, বিতর্ক

তাঁর ‘লাগেজ’ ভুল জায়গায় পাঠিয়ে সচিন তেন্ডুলকরের কাছে ব্রিটিশ এয়ারওয়েজের প্রশ্ন, ‘আপনার পুরো নামটা জানাবেন প্লিজ?’ সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাজানি হতেই সচিন-ভক্তরা রীতিমতো ফুঁসে উঠলেন। নামী বিমান সংস্থাকে একহাত নিলেন সচিন নিজেও। শেষ পর্যন্ত অবশ্য তাদের এই তথাকথিত ‘ঔদ্ধত্যের’ জন্য ক্ষমা চেয়ে নিল ব্রিটিশ এয়ারওয়েজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০৩:১৫
Share:

তাঁর ‘লাগেজ’ ভুল জায়গায় পাঠিয়ে সচিন তেন্ডুলকরের কাছে ব্রিটিশ এয়ারওয়েজের প্রশ্ন, ‘আপনার পুরো নামটা জানাবেন প্লিজ?’

Advertisement

সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাজানি হতেই সচিন-ভক্তরা রীতিমতো ফুঁসে উঠলেন। নামী বিমান সংস্থাকে একহাত নিলেন সচিন নিজেও। শেষ পর্যন্ত অবশ্য তাদের এই তথাকথিত ‘ঔদ্ধত্যের’ জন্য ক্ষমা চেয়ে নিল ব্রিটিশ এয়ারওয়েজ। তবে শুক্রবার তাদের গোটা দিনটা কাটল এমনই বিড়ম্বনায়।

টি-টোয়েন্টি অলস্টারস সিরিজ খেলতে সচিন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার দলবল নিয়ে হিউস্টন থেকে লস অ্যাঞ্জেলিসে পৌঁছলেন সিরিজের শেষ ম্যাচ খেলতে। এ দিন নিজের টুইটার হ্যান্ডলে সচিন ব্রিটিশ এয়ারওয়েজের পরিষেবা নিয়ে নালিশ জানিয়ে লেখেন, ‘‘সিট থাকা সত্ত্বেও আমার পরিবারের সদস্যদের ওয়েটলিস্টেড টিকিট কনফার্ম হচ্ছে না।’’ আর একটি পোস্টে লেখেন, ‘‘লাগেজ অন্যত্র পাঠিয়ে দিয়েও ওদের কুছ পরোয়া নেই মনোভাব।’’

Advertisement

ভারতীয় ক্রিকেট কিংবদন্তির এই নালিশের পরিপ্রেক্ষিতে বিমান সংস্থার কাস্টমার সার্ভিস টুইট করে, ‘‘আমরা দুঃখিত সচিন। আপনার ব্যাগেজ রেফারেন্স, পুরো নাম ও ঠিকানা আমাদের পাঠিয়ে দিন। তার পর আমরা ব্যাপারটা দেখছি।’’ এর পরই সচিনভক্তরা তেলেবেগুনে জ্বলে ওঠেন। কয়েক মাস আগে মারিয়া শারাপোভা ‘সচিনকে চিনি না’ বলে সোশ্যাল মিডিয়ায় চরম আক্রমণের শিকার হয়েছিলেন।

এ বার আন্তর্জাতিক বিমান সংস্থাকেও তেমনই আক্রমণের শিকার হতে হল। অন্যতম সেরা মন্তব্যটি হল, ‘‘ব্রিটিশ এয়ারওয়েজ কি এখন মারিয়া শারাপোভা চালাচ্ছেন নাকি?’’

টি-টোয়েন্টি অল স্টারস

শেষ ম্যাচ রবিবার সকাল আটটা থেকে সরাসরি স্টার স্পোর্টস ৪-এ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন