ওয়াকওভারের দিন উইম্বলডনে

নোভাক জকোভিচ এবং রজার ফেডেরার। দু’জনের জয় পাওয়া নিয়ে অবশ্য কারও মনে কোনও সংশয় ছিল না। কিন্তু এ ভাবে যে জয় আসবে, ভাবা যায়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০৩:৫৬
Share:

সেন্টার কোর্টে ওয়াকওভার পেয়ে জয় পেলেন দুজনেই।

দুই কিংবদন্তি তাঁদের উইম্বলডন অভিযান শুরু করলেন একই ভাবে। সেন্টার কোর্টে ওয়াকওভার পেয়ে।

Advertisement

নোভাক জকোভিচ এবং রজার ফেডেরার। দু’জনের জয় পাওয়া নিয়ে অবশ্য কারও মনে কোনও সংশয় ছিল না। কিন্তু এ ভাবে যে জয় আসবে, ভাবা যায়নি। দু’জনের প্রতিপক্ষই দ্বিতীয় সেটে এসে চোটের জন্য ম্যাচ ছেড়ে দেন। ফেডেরার ৬-৩, ৩-০ অবস্থায় এগিয়ে থাকার সময় চোট পেয়ে নিজেকে সরিয়ে নেন তাঁর প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার দোগোপোলভ। তার আগে একই ভাবে জকোভিচ যখন ৬-২, ২-০ এগিয়ে যান, পায়ের পেশিতে চোট পেয়ে সরে যান মার্টিন ক্লিজান। দ্বিতীয় রাউন্ডে উঠে জকোভিচ বলেছেন, ‘‘এই ভাবে ম্যাচ শেষ হোক, সেটা কেউ চায় না। আমি শুনেছিলাম, ক্লিজানের কিছু সমস্যা আছে। তার পরে দেখলাম ও কোর্টে ভাল করে হাঁটতে পারছে না। বল কয়েক ফুট দূরত্ব দিয়ে গেলেই ও ছেড়ে দিচ্ছিল। আমি নিজের খেলায় ফোকাস করছিলাম। সার্ভিস ব্রেকের সুযোগ পেয়ে কাজে লাগাই।’’

ম্যাচ নিয়ে স্বাভাবিক ভাবেই সন্তুষ্ট হতে না পারলেও সেন্টার কোর্টে খেলার অভিজ্ঞতা তাঁকে যে এখনও তৃপ্তি দেয়, সেটা বলছিলেন জকোভিচ। তাঁর কথায়, ‘‘সেন্টার কোর্টে ফিরতে পেরে দারুণ লাগছে। টেনিস ঐতিহ্য, টেনিস ইতিহাসের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কোর্টে। এখানে খেলার আনন্দই আলাদা। তবে ম্যাচটা এ ভাবে শেষ হওয়ায় অবশ্যই ভাল লাগেনি।’’

Advertisement

আরও পড়ুন: কেরিয়ারের রেকর্ড ৮৫০তম জয় রেকর্ড দিয়ে শুরু নাদালের

ফেডেরারেরও সম্ভবত একই অনুভূতি হচ্ছে। টানা উনিশতম উইম্বলডনে উনিশ নম্বর গ্র্যান্ড স্ল্যামের খোঁজে তাঁর অভিযান শুরু হল নিরামিষ একটা ম্যাচ দিয়ে। কিন্তু তার মধ্যেই দু’টো নজির গড়ে ফেললেন রাজা রজার। কেরিয়ারের দশ হাজারতম ‘এস’ মারলেন ফেডেরার। তাঁর আগে আছেন মাত্র দু’জন। গোরান ইভানিসেভিচ (১০,১৩১) এবং ইভো কার্লোভিচ (১২,০১৮)। এ দিনই আবার উইম্বলডনে ৮৫তম ম্যাচ জিতলেন ফেডেরার। যা ওপেন যুগে সবচেয়ে বেশি। তিনি ভাঙলেন জিমি কোনর্সের রেকর্ড।

মঙ্গলবার মেয়েদের সিঙ্গলসে আবার জিতেছেন অ্যাঞ্জেলিক কের্বের। যুক্তরাষ্ট্রের ইরিনা ফ্যালকনি-কে ৬-৪, ৬-৪ হারালেন কের্বের। পাশাপাশি জয় পেলেন গার্বিনে মুগুরুজাও। তিনি ৬-২, ৬-৪ হারালেন একাতেরিনা আলেকজান্দ্রোভা-কে।

আজ, বুধবার আবার লড়াই গত বারের চ্যাম্পিয়ন ব্রিটেনের এক নম্বর বাছাই অ্যান্ডি মারের। তাঁর প্রতিপক্ষ ডাস্টিন ব্রাউন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন