Mike Tyson

টাইসনের নতুন ‘জস’ অভিযান

পুরো প্রকল্পটিই এক মার্কিন টেলিভিশন সংস্থার মস্তিষ্কপ্রসূত। তাই অতলান্ত সমুদ্রের যে গভীরতায় আজ পর্যন্ত ক্যামেরা পৌঁছতে পারেনি সেখানে ক্যামেরা-সহ গিয়ে হাঙরদের জীবনযাত্রা নিয়ে গবেষণার কাজে সামিল হবেন টাইসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৫:৪১
Share:

প্রতীকী ছবি

গোটা মার্কিন মুলুক ছেয়ে গিয়েছে বিজ্ঞাপনে। ‍‘টাইসন বনাম জস’ এই শিরোনামেই এখন আমেরিকার টিভি চ্যানেলে ঘুরছে সেই বিজ্ঞাপন।

Advertisement

জানা গিয়েছে, সমুদ্রের গভীরে হিংস্র শ্বেত হাঙরদের মুখোমুখি হবেন হেভিওয়েট বক্সিংয়ের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মাইক টাইসন। সেটাই নাকি তাঁর প্রত্যাবর্তন ‘বক্সিং যুদ্ধ’। তবে হাঙরদের সঙ্গে লড়বেন না তিনি। পুরো প্রকল্পটিই এক মার্কিন টেলিভিশন সংস্থার মস্তিষ্কপ্রসূত। তাই অতলান্ত সমুদ্রের যে গভীরতায় আজ পর্যন্ত ক্যামেরা পৌঁছতে পারেনি সেখানে ক্যামেরা-সহ গিয়ে হাঙরদের জীবনযাত্রা নিয়ে গবেষণার কাজে সামিল হবেন টাইসন। ‍‘শার্ক উইক’ নামে মার্কিন টিভির একটি অনুষ্ঠানে কাজ করার জন্য এ ভাবেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যা সম্প্রচারিত হবে ৯ অগস্ট। পেশাদার বক্সিংয়ের রিংয়ে প্রত্যাবর্তনের কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন টাইসন। তার জন্য গত কয়েক মাস ধরেই নাকি জোরদার প্রস্তুতি চালাচ্ছেন তিনি।

টাইসন কী করবেন?

Advertisement

জানা যাচ্ছে, জলের তলায় গবেষণার জন্য শ্বেত হাঙরদের মুখোমুখি হবেন টাইসন। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে টাইসন সমুদ্রের তলায় এমন জায়গায় যাবেন, যেখানে আজ পর্যন্ত ক্যামেরা পৌঁছতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন