IPL

দর্শক রেখে ম্যাচ করার পরিকল্পনা মরুদেশের কর্তাদের

আমিরশাহি কর্তারা যে অন্তত কুড়ি শতাংশ দর্শক রাখার পরিকল্পনা নিচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২০ ০৬:৩৩
Share:

ফাইল চিত্র।

সংযুক্ত আরব আমিরশাহি সরকার অনুমতি দিলে এ বারের আইপিএলে স্টেডিয়ামের ৩০-৫০ শতাংশ আসন দর্শকদের জন্য রাখা হবে। শুক্রবার এ খবর জানিয়েছে আমিরশাহি ক্রিকেট বোর্ড। আমিরশাহি কর্তারা যে অন্তত কুড়ি শতাংশ দর্শক রাখার পরিকল্পনা নিচ্ছেন, সেই খবর আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল। এর পর আইপিএলের দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে প্রতিযোগিতার চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানান, সংশ্লিষ্ট দেশের সরকার ঠিক করবে দর্শকদের প্রবেশের ব্যাপারটি। এ দিন সংবাদ সংস্থার কাছে আমিরশাহি ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশশির উসমানি বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে সবুজ সঙ্কেত পেলেই আমরা সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করব।’’ যোগ করেছেন, ‘‘আমরা অবশ্যই চাই আইপিএলের মতো এ রকম বড় প্রতিযোগিতা মাঠে বসে দেখুন দর্শকেরা। কিন্তু এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দেশের সরকার। যদি অনুমতি মেলে তা হলে ৩০-৫০ শতাংশ আসন দর্শকদের জন্য রাখা যেতে পারে। আশা করছি, এ ব্যাপারে সরকারের অনুমতি পাওয়া যাবে।’’

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহিতে এই মুহূর্তে করোনা সংক্রমিতের সংখ্যা ছ’হাজার জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসতে শুরু করেছে। যদিও করোনার কারণে বাতিল হয়েছে নভেম্বরের দুবাই রাগবি সেভেন প্রতিযোগিতা।

আইপিএলের সুরক্ষা প্রসঙ্গে উসমানির মন্তব্য, ‘‘সংক্রমণ রোধে আমিরশাহি সরকার অত্যন্ত সক্রিয়। বিশেষ কিছু নিয়ম মানার মাধ্যমে এই মুহূর্তে এখানকার মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। আইপিএল হতে এখনও দেরি রয়েছে। আশা করছি, তখন পরিস্থিতি এখনকার চেয়েও ভাল হয়ে যাবে।’’

Advertisement

রবিবারেই বৈঠক রয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের। উসমানি বলছেন, ‘‘ভারত সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডের অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছি। তার পরেই কাজ শুরু হয়ে যাবে।’’ জানা গিয়েছে, তিন-চার সপ্তাহ আগে দলগুলো পৌঁছবে দুবাই। যাতে করোনার কারণে দীর্ঘ লকডাউনের প্রভাব কাটিয়ে ছন্দে ফেরার সময় পায় দলগুলি।

ওয়েডের পর্যবেক্ষণ: ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের আগেই মস্তিষ্কের যুদ্ধ শুরু করে দিল অস্ট্রেলিয়া। যার সূচনা হল উইকেটকিপার ম্যাথু ওয়েডের মন্তব্যে। তিনি জানিয়েছেন, নিউজ়িল্যান্ড পেসার নিল ওয়াগনারের বাউন্সার যতটা ভয়ঙ্কর, ততটা কার্যকর নয় ভারতের পেস বোলিং আক্রমণ। ওয়েড বলছেন, ‘‘হয়ত সেই বাউন্সারের রণনীতি অনুসরণ করতে পারে ভারত। কিন্তু আমার মনে হয় না, তাতে খুব বেশি সাফল্য মিলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন