Anita Alvarez

Anita Alvarez: বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাঁতার কাটতে গিয়ে জ্ঞান হারালেন সাঁতারু, ঝাঁপিয়ে বাঁচালেন কোচ

সিনক্রোনাইজড সাঁতারের ফাইনাল চলার সময় জলে হঠাৎ অজ্ঞান হয়ে যান অনিতা। জলে ডুবে যেতে শুরু করেন। জলে ঝাঁপিয়ে তাঁর প্রাণ বাঁচালেন কোচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৯:৫৭
Share:

অনিতার জলে ডুবে যাওয়ার মুহূর্ত। ছবি: টুইটার

বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনা। সিনক্রোনাইজড সাঁতারের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পারফর্ম করার সময় জলেই জ্ঞান হারালেন অনিতা আলভারেজ। জলে ঝাঁপ দিয়ে তাঁর প্রাণ বাঁচালেন আমেরিকা দলের কোচ।

Advertisement

ফাইনালে ভালই পারফর্ম করছিলেন অনিতা। হঠাৎই তাঁর মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন সকলে। কী হয়েছে ভাল করে বুঝে ওঠার আগেই সকলে দেখেন জলে ডুবে যাচ্ছেন অনিতা। তা দেখা মাত্রই দৌড় শুরু করেন আমেরিকার সিনক্রোনাইজড সাঁতার দলের কোচ আন্দ্রেয়া ফুয়েন্টেস। জলে ঝাঁপিয়ে পড়েন তিনি। জলে ঝাঁপান আরও এক স্বেচ্ছাসেবক। তাঁরা দু’জনে অনিতাকে ধরে জল থেকে তুলে আনেন।

ততক্ষণে সুইমিং পুলের ধারে চলে এসেছেন মেডিক্যাল টিমের সদস্যরাও। জল থেকে তোলার পরেই শুরু হয় অনিতার চিকিৎসা। অল্প সময়েই জ্ঞান ফিরে আসে আমেরিকার সাঁতারুর। স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, অনিতার হৃৎস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেন এবং শর্করার মাত্রা সব কিছুই ঠিক আছে। অনিতার শরীরে কোনও সমস্যা নেই।

Advertisement

জল থেকে তোলার পর চিকিৎসা চলছে অনিতার। ছবি: টুইটার

শুক্রবার দলগত ফাইনালে আমেরিকার হয়ে অনিতা নামতে পারবেন কি না তা নিশ্চিত নয়। আমেরিকার সাঁতার সংস্থার পক্ষে জানানো হয়েছে, তাঁরা ঝুঁকি নিতে চান না। চিকিৎসকদের পরামর্শ মতোই সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক কী কারণে অনিতা জলে জ্ঞান হারান, তা অবশ্য জানানো হয়নি দলের পক্ষ থেকে।

আমেরিকার সাঁতার সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘উচ্চ সহনশীল খেলাগুলির মধ্যে সাঁতারও রয়েছে। অনেক সময়ই দেখা যায় ম্যারাথন, সাইক্লিং, ক্রশ কান্ট্রির মতো ইভেন্টগুলোয় প্রতিযোগীরা শেষ পর্যন্ত পৌঁছতে পারেন না। ইভেন্টের মাঝেই অসুস্থ বোধ করেন। আমাদের খেলাটাও তেমনই। পার্থক্য বলতে, এটা জলে খেলা হয়।’’

অনিতা ব্যক্তিগত প্রতিযোগিতায় সপ্তম স্থানে শেষ করেছেন বুধবারের ফাইনালে। শুক্রবার দলগত ইভেন্টের ফাইনালে তিনি অনিশ্চিত। অনিতা দু’বার অলিম্পিক্সে আমেরিকাকে প্রতিনিধিত্ব করেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন