ATP Ranking

ট্রফি জয়ের আড়ালে আরও এক লড়াই, আলকারাজ়-সিনার কোন লক্ষ্য নিয়ে ইউএস ওপেনের ফাইনাল খেলবেন

২০২৫ সালে গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে ইয়ানিক সিনার। গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি লড়াইয়ে আবার ৩-১ ব্যবধানে এগিয়ে কার্লোস আলকারাজ়। মোট লড়াইয়ে স্পেনের তরুণ এগিয়ে ৯-৫ ব্যবধানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২
Share:

(বাঁ দিকে) কার্লোস আলকারাজ় এবং ইয়ানিক সিনার (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার এবং কার্লোস আলকারাজ়। বিশ্ব ক্রমতালিকায় প্রথম দুইয়ে থাকা দুই তারকার লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। বছরের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ের আড়ালে আরও এক লড়াই দেখার অপেক্ষায় আর্থার অ্যাশ স্টেডিয়াম।

Advertisement

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড় রবিবার কোর্টে নামবেন আরও একটি লক্ষ্য নিয়ে। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানের লড়াই। সিনারের লক্ষ্য থাকবে এক নম্বর জায়গা ধরে রাখা। অন্য দিকে, আলকারাজ় চাইবেন শীর্ষ স্থান ছিনিয়ে নিতে। ইউএস ওপেনের ফাইনালের ফল প্রভাব ফেলতে পারে বিশ্ব ক্রমতালিকায়। টানা ৬৫ সপ্তাহ ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন সিনার। আলকারাজ়ও সব মিলিয়ে ৩৬ সপ্তাহ এক নম্বর ছিলেন। তবে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বরের পর আর এক নম্বর হতে পারেননি। সে দিক থেকে প্রায় দু’বছর পর আবার শীর্ষ স্থান ফিরে পাওয়ার সুযোগ রয়েছে স্পেনের তরুণ খেলোয়াড়ের সামনে।

গত বছর ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সিনার। বিশ্ব ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রাখতে হলে তাঁকে এ বারও খেতাব জিততে হবে। জয় ছাড়া উপায় নেই আলকারাজ়ের সামনেও। দু’জনের পয়েন্টের পার্থক্য এখন ১৮৯০। সিনারের ঝুলিতে রয়েছে ১১,৪৮০ পয়েন্ট। খেতাব ধরে রাখলেও তাঁর পয়েন্ট বাড়বে না। কারণ গত বারও তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু হেরে গেলে ৮০০ পয়েন্ট খোয়াবেন। ফাইনালিস্ট হিসাবে এ বার পাবেন ১২০০ পয়েন্ট। সে ক্ষেত্রে তাঁর পয়েন্ট কমে হবে ১০,৬৮০। অন্য দিকে, আলকারাজ়ের পয়েন্ট এখন ৯৫৯০। তিনি চ্যাম্পিয়ন হলে ১৯৫৫ পয়েন্ট যোগ হবে। গত বার দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ায় পেয়েছিলেন ৪৫ পয়েন্ট। চ্যাম্পিয়ন হলে তাঁর পয়েন্ট বেড়ে হবে ১১,৫৪৫। আলকারাজ় ৮৬৫ পয়েন্টে এগিয়ে যাবেন সিনারের থেকে। উল্লেখ্য, এটিপি ক্রমতালিকায় শেষ ১২ মাসের পয়েন্ট হিসাব করা হয়। এ বারের ইউএস ওপেন শেষ হওয়ার পরের সোমবার যে ক্রমতালিকা প্রকাশিত হবে, তাতে গত বছর ইউএস ওপেন থেকে পাওয়া পয়েন্ট ধরা হবে না।

Advertisement

চ্যাম্পিয়ন হতে পারলে ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পাবেন রাফায়েল নাদালের শিষ্য। ফাইনালে হারলেও দ্বিতীয় স্থানে থাকবেন। সেক্ষেত্রে তাঁর পয়েন্ট হবে ১০,৭৪৫। তৃতীয় স্থানে থাকা আলেকজান্ডার জ়েরেভের পয়েন্ট এখন ৬২৩০। এ বার তিনি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে গিয়েছেন। ৯০ পয়েন্ট পাবেন। গত বার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোনোয় ৩৬০ পয়েন্ট পেয়েছিলেন। তাঁর ২৭০ পয়েন্ট কাটা যাবে। নতুন ক্রমতালিকায় তাঁর পয়েন্ট হবে ৫৯৬০। অর্থাৎ আলকারাজ়কে টপকানোর সুযোগ নেই জ়েরেভের।

২০২৫ সালে গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে সিনার। আবার মুখোমুখি লড়াইয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে আলকারাজ়। মোট লড়াইয়ে তিনি এগিয়ে ৯-৫ ব্যবধানে। মোট গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রেও আলকারাজ় (৫-৪) ভাল জায়গায়। সব মিলিয়ে দু’জনের সামনেই থাকছে একাধিক লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement