জোড়া হার। আর তার পরই বিদায় ক্লিন্সম্যান। তিনি আর থাকছেন না দলের সঙ্গে। ইউএস সকার ফেডারেশনের সভাপতি সুনীল গুলাটি সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। ইউএস জাতীয় দলের হেড কোচ ও ইউএস সকারের টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। তিনি এও জানিয়ে দিয়েছেন, পরের বাকি সিদ্ধান্ত হলেই জানিয়ে দেওয়া হবে। ইঙ্গিত দিয়েই রাখলেন দ্রুত ঘোষণা করে দেওয়া হবে নতুন কোচের নামও। যদিও ঘোষণার সময় তিনি বলেন, ‘‘কঠিন সিদ্ধান্ত ছিল।’’
২০১৮ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে পর পর ম্যাচ হেরে কোচের পদ থেকেই সরে যেতে হল জুর্গেন ক্লিন্সম্যানকে। সোমবার তাঁকে সরিয়ে দেওয়া হল কোচের পদ থেকে। ১৯৯০এ জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ক্লিন্সম্যান এখানে কোচের দায়িত্ব নেন ২০১১ সালে। যদিও নতুন কোচের নাম এখনও ভাবা হয়নি বলেই জানিয়েছেন গুলাটি। সেই অবস্থায় কোচকে ছেড়ে দেওয়াটা সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে তিনি দলের প্লেয়ারদের উপর ভরসা রাখতে চান। বলনে, ‘‘যদি আমাদের আত্মবিশ্বাস থাকে যে আমাদের দলে কোয়ালিটি প্লেয়ার রয়েছে যারা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলকে নিয়ে যেতে পারবে তা হলে কোনও সমস্যা নেই। এখনও পর্যন্ত দলের যা ফর্ম তাতে আমরা খুশি।’’
এই মুহূর্তে সামনে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ নেই। পরের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ মার্চের শেষে। তবে তার আগে টানা অষ্টমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে বদ্ধপরিকর ইউএস সকার। এখনও পর্যন্ত ক্লিন্সম্যানের রেকর্ড ৫৫-২৭ সঙ্গে ১৬টি ড্র। বব ব্র্যাডলিকে সরিয়ে আনা হয়েছিল ক্লিন্সম্যানকে। গুলাটি বলেন, ‘‘আমরা জুর্গেনকে ধন্যবাদ জানাতে চাই গত পাঁচ বছরে ওর কাজের জন্য। ও আমাদের দলকে একটা জায়গায় নিয়ে গিয়েছে।’’
২০১৩তে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ক্লিন্সম্যানের। কিন্তু ২০১৫র গোল্ডকাপে চতুর্থ হওয়া ও ২০১৭ কনফেডারেশন কাপের যোগ্যতা অর্জন না করা আর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দুই ম্যাচ হেরে এ বার সরে যেতে হল ক্লিন্সম্যানকে। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে মেক্সিকোর কাছে ২-১ গোলে ও কোস্টারিকার কাছে ৪-০তে হারতে হয়েছে ইউএসকে।
আরও খবর
মেসিকে পেতে সিটির অফার প্রায় ২৫ কোটি ডলার