বিশ্ব মিটে ১০০ মিটারের সোনা বোল্টের

চোটের জন্য ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকলেও ট্র্যাকে নেমেই বাজিমাত করলেন উসেইন বোল্ট। মরসুমের সেরা সময়ে বেজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকান স্পিন্টার। গত কয়েক দিন ধরেই সার্কিটে খুরপাক খাচ্ছিল প্রশ্নটা— ১০০ মিটারে কে সেরা স্পিন্টার? বোল্ট না মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন? রবিবার ট্র্যাকেই তার জবাব দিলেন বোল্ট। সময় নিলেন ৯.৭৯ সেকেন্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ১৯:৪০
Share:

লক্ষ্যভেদ! সোনা জিতে বোল্টের তির। ছবি: রয়টার্স।

চোটের জন্য ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকলেও ট্র্যাকে নেমেই বাজিমাত করলেন উসেইন বোল্ট। মরসুমের সেরা সময়ে বেজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকান স্পিন্টার। গত কয়েক দিন ধরেই সার্কিটে খুরপাক খাচ্ছিল প্রশ্নটা— ১০০ মিটারে কে সেরা স্পিন্টার? বোল্ট না মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন? রবিবার ট্র্যাকেই তার জবাব দিলেন বোল্ট। সময় নিলেন ৯.৭৯ সেকেন্ড।

Advertisement

সেমিফাইনালে ৯.৭৭ সেকেন্ড করলেও এ দিন গ্যাটলিনকে পিছনে ফেলে দেন ‘লাইটনিং বোল্ট’। এ নিয়ে বিশ্ব মিটে নিজের নবম সোনা জিতলেন তিনি। ৩৩ বছরের গ্যাটলিন এর আগে বেজিংয়ে ২৭ বার অপরাজিত থাকলেও এ দিন শেষ করলেন ৯.৮০ সেকেন্ডে দ্বিতীয় হিসাবে। ৯.৯১ সেকেন্ড করে যৌথ ভাবে ব্রোঞ্জ জিতলেন আমেরিকার ট্রেভন ব্রোমেল ও কানাডার আন্দ্রে দি গ্রাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement