Rio Olympics

২০০ মিটারেও বোল্টের সোনা, ইতিহাস আর একটা সোনার অপেক্ষায়

১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতে নিলেন উসেইন বোল্ট। সময় নিলেন ১৯.৭৮ সেকেন্ড। জামাইকান বোল্টের পিছনে থেকে রুপো পেলেন কানাডার আন্দ্রে দে গ্রাসে। ব্রোঞ্জ পেলেন ফ্রান্সের ক্রিস্তোফে লেমাইত্রে। লেমাইত্রের সঙ্গে একই সময়ে শেষ করেছিলেন ব্রিটেনের অ্যাডাম জেমিলি। কিন্তু শেষ পর্যন্ত ফোটোফিনিশে লেমাইত্রেকেই ব্রোঞ্জ দেন বিচারকরা।

Advertisement
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ১২:৩৭
Share:

২০০ মিটারে বোল্ট ঝলকের পর। ছবি: এএফপি।

১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতে নিলেন উসেইন বোল্ট। সময় নিলেন ১৯.৭৮ সেকেন্ড। জামাইকান বোল্টের পিছনে থেকে রুপো পেলেন কানাডার আন্দ্রে দে গ্রাসে। ব্রোঞ্জ পেলেন ফ্রান্সের ক্রিস্তোফে লেমাইত্রে। লেমাইত্রের সঙ্গে একই সময়ে শেষ করেছিলেন ব্রিটেনের অ্যাডাম জেমিলি। কিন্তু শেষ পর্যন্ত ফোটোফিনিশে লেমাইত্রেকেই ব্রোঞ্জ দেন বিচারকরা।
রিওতে দু’টো ইভেন্টে নেমে দু’টোতেই এক নম্বর হয়ে মোট ৮টা অলিম্পিক সোনার মালিক হলেন বোল্ট। এই অলিম্পিকে তাঁর শেষ ইভেন্ট ৪X১০০ মিটার রিলে। সেটাতে সোনা পেলেই বিশ্বের প্রথম ‘ট্রিপল ট্রিপল’-এর ইতিহাস গড়বেন ২৯ বছরের স্প্রিন্টার। বেজিং এবং লন্ডন, শেষ দুই অলিম্পিকেই ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪X১০০ মিটার রিলেতে সোনা জিতে বিশ্বের প্রথম ‘ডাবল ট্রিপল’ করেন বোল্ট। এ বারও ৪X১০০ মিটার রিলেতে সোনা পেলে নিজের নজিরকে নিজেই ছাপিয়ে যাবেন তিনি।
৪X১০০ মিটার রিলেতে সোনা পেলে আরও একটা নজির ছোঁবেন বোল্ট। ছুঁয়ে ফেলবেন দুই মার্কিন কিংবদন্তী কার্ল লুইস এবং পাভো নুরমিকে। অ্যাথলেটিক্সে সব থেকে বেশি অলিম্পিক সোনা আছে এই দুজনেরই। ১৯৮৪ থেকে ১৯৯৬-এর মধ্যে ৯টা সোনা জেতেন লুইস। নুরমি ৯টা সোনা পেয়েছিলেন ১৯২০ থেকে ১৯২৮-এর মধ্যে। ওঁদের থেকে মাত্র একটা সোনা দূরে দাঁড়িয়ে উসেইন বোল্ট।

Advertisement

আরও পড়ুন...
২০০ মিটার ফাইনালে হাসতে হাসতে বোল্ট

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন