ঊষানাথের পদত্যাগ

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য তাঁকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০৩:২৭
Share:

ফাইল চিত্র

সিএবি-র ওম্বাডসমান পদ থেকে ইস্তফা দিলেন বিশিষ্ট আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্রিকেট প্রশাসনে এই পালাবদলের সময় তাঁর এই পদে থাকা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। এ রকম অনুমান করেই নাকি তিনি এই পদ ছাড়ছেন বলে সিএবি-কে জানিয়েছেন। এই প্রসঙ্গে ঊষানাথবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেছেন, যে ইস্তফাপত্র সিএবি-তে পাঠিয়ে দিয়েছেন।

Advertisement

তবে কেন ইস্তফা দিলেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। চিঠিতে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য তাঁকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

ক্রিকেট প্রশাসনের পরিবর্তিত গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের সময় নতুন ওম্বাডসমান নির্বাচিত করতে হবে। তখন ফের ঊষানাথবাবুর ডাক পড়ে কি না, সেটাই দেখার। তবে তাঁকে ফের ডাকা হলে তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেবেন কি না, এই নিয়ে এখনও কিছু ভাবেননি বলে নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ঊষানাথবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement