জ্ঞান ফিরতে ফার্গির প্রশ্ন ফুটবল নিয়ে

জি়জ্ঞেস করেন, ‘‘কেমন খেলল ডনকাস্টার?’’ এখানেই শেষ নয়। তিনি নাকি মজা করে বলেছেন, ২৬ মে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল দ্বৈরথও দেখতে যেতে চান!

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০১৮ ০৪:৪৭
Share:

সঙ্কটমুক্ত আলেক্স ফার্গুসন। বুধবার তাঁকে বার করে নিয়ে আসা হল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে। হাসপাতালের তরফে জানানো হয়, ফার্গুসনকে আর আইসিইউ-তে রাখার প্রয়োজন নেই।

Advertisement

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় চার দিন আগেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয় ফার্গুসনের। কিন্তু চব্বিশ ঘণ্টা আগে জ্ঞান হওয়ার পরে তাঁর প্রথম প্রশ্ন ছিল ফুটবল নিয়েই! কিংবদন্তি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্যানেজারের ছেলে ড্যারেন ফার্গুসন ইংল্যান্ডের লিগ ওয়ানের দল ডনকাস্টার রোভার্সের দায়িত্বে। যে দিন ফার্গুসনের অস্ত্রোপচার হয়, সে দিনই উইগান অ্যাথলেটিক্সের বিরুদ্ধে খেলা ছিল ডনকাস্টারের। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, সোমবার জ্ঞান ফেরার পরে ছেলের কাছে ম্যাচের ফল জানতে চেয়েছিলেন ফার্গুসন। জি়জ্ঞেস করেন, ‘‘কেমন খেলল ডনকাস্টার?’’ এখানেই শেষ নয়। তিনি নাকি মজা করে বলেছেন, ২৬ মে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল দ্বৈরথও দেখতে যেতে চান!

ফার্গুসন সঙ্কটমুক্ত হওয়ায় উচ্ছ্বসিত জোসে মোরিনহো। আজ, বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে নামছে ম্যান ইউনাইটেড। প্রস্তুতির ফাঁকে মোরিনহো বলেছেন, ‘‘ফার্গুসনের সুস্থ হয়ে ওঠাটা দারুণ ইতিবাচক।’’ ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের দাবি, ফার্গুসনকে দেখতে বুধবার হাসপাতালে গিয়েছিলেন মোরিনহো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement