ছক কষে পূজারার উইকেট

প্রথম দিন সাত উইকেট হারিয়ে ২০০ রান ছিল বিদর্ভের। দ্বিতীয় দিন অক্ষয় কর্ণেকরের (৭৮) ইনিংস ৩১২ রানে পৌঁছতে সাহায্য করে ফৈয়জ় ফজ়লের দলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৩
Share:

ব্যর্থ: এগারো বলে এক রান করে ফিরলেন পূজারা। ছবি: পিটিআই।

বাঁ হাতি স্পিনার আদিত্য সরওয়াটের দাপটে রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিন চালকের আসনে বিদর্ভ। সৌরাষ্ট্রের সব চেয়ে বড় অস্ত্র চেতেশ্বর পূজারাকে রীতিমতো ছক কষে ফেরান আদিত্য।

Advertisement

প্রথম দিন সাত উইকেট হারিয়ে ২০০ রান ছিল বিদর্ভের। দ্বিতীয় দিন অক্ষয় কর্ণেকরের (৭৮) ইনিংস ৩১২ রানে পৌঁছতে সাহায্য করে ফৈয়জ় ফজ়লের দলকে। জবাবে সৌরাষ্ট্রের স্কোর ১৫৮-৫। এক রান করে সরওয়াটের শিকার হন পূজারা।

কী ভাবে ভারতের নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যানকে ফেরালেন আদিত্য? সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘দলীয় বৈঠকে ঠিক হয়েছিল, ইনিংসের শুরু থেকেই পূজারাকে চাপে ফেলতে হবে। আমরা ওর ভিডিয়ো দেখেছি। ইনিংসের শুরুর দিকে নড়বড়ে দেখায় পূজারাকে। অস্ট্রেলিয়াতেও এই সমস্যায় পড়তে হয়েছিল ওকে। আমরা সেটারই সুযোগ নিয়েছি।’’

Advertisement

পূজারাকে একটি স্লিপ, একটি ব্যাকওয়ার্ড সিলি পয়েন্ট ও ফরোয়ার্ড শর্ট লেগ রেখে বল করছিলেন তিনি। আদিত্যর কথায়, ‘‘ওকে স্টেপ আউট করতে দিইনি। তাই রান করতে পারছিল না পূজারা। আমার বল ঠেলে রান নিতে গিয়ে আউট হয়। ওর ব্যাটের কানায় লেগে বল চলে যায় জাফর ভাইয়ের হাতে (স্লিপে)।’’ সৌরাষ্ট্রের যে পাঁচ উইকেট পড়েছে, তার মধ্যে তিনটিই নেন আদিত্য। বাকি দু’টি উইকেট অক্ষয় ওয়াখরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement