Vijay Hazare trophy

শনিবার থেকে শুরু হচ্ছে বিজয় হজারে ট্রফি, রবিবার নামছেন অনুষ্টুপরা

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা কাটিয়ে বিজয় হজারে ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৪
Share:

অনুশীলনে ঈশানরা। ছবি টুইটার

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা কাটিয়ে বিজয় হজারে ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা। করোনার কারণে এ বার বাতিল হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি। আয়োজনের সুবিধার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড ৫০ ওভারের প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলার পক্ষে সুবিধা হল, সবক’টি ম্যাচ ঘরের মাঠেই খেলতে পারবে তারা। আগামী পরশু, রবিবার প্রথম ম্যাচে তারা নামছে সার্ভিসেসের বিরুদ্ধে।

Advertisement

করোনার কারণে এ বার বিজয় হজারেও শুরু হচ্ছে দেরিতে। গত মরশুমে এই প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছিল বাংলা। এলিট গ্রুপ সি-তে তৃতীয় হওয়ায় কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি। এ বার তারা রয়েছে এলিট গ্রুপ ই-তে। বাংলার প্রতিপক্ষ হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, সৌরাষ্ট্র এবং সার্ভিসেস। অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন দল তিনটি ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। দুটি ম্যাচ সল্টলেকের যাদবপুর ক্যাম্পাস এবং একটি ম্যাচ ২২ ইয়ার্ডসের মাঠে খেলা হবে।

২১ তারিখ সার্ভিসেসের দু’দিন পর চণ্ডীগড়ের বিরুদ্ধে নামবে বাংলা। তাদের এর পরের ম্যাচগুলি যথাক্রমে সৌরাষ্ট্র (২৫ ফেব্রুয়ারি), জম্মু ও কাশ্মীর (২৭ ফেব্রুয়ারি) এবং হরিয়ানা (১ মার্চ)।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন