Viral

সিন্ধুকে সম্মান জানাল আমুল, দেশ হয়ে গেল ‘সিন্ধুস্তান’

রবিবার দাপটের সঙ্গে ওকুহারাকে হারান পিভি সিন্ধু। পরের দিন সোমবারই টুইট করে আমুল। সেখানে আমুল গার্লের সঙ্গে আঁকা হয়ে সিন্ধুকে। আমুল গার্লের হাতে মাখনের টুকরো। আর সিন্ধুর হাতে ব্যাডমিন্টন ও কর্ক। নীচে লেখা ‘১০০% সিন্ধুস্তান’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ২১:০২
Share:

আমুলের টুইট থেকে নেওয়া ছবি।

বাসেলে তাঁর স্ম্যাশের সামনে দাঁড়াতেই পারেননি জাপানের ওকুহারা। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর দেশের শ্বাস-প্রশ্বাসে এখন পিভি সিন্ধু। এবার তাঁকে সম্মান জানাল দেশের বিখ্যাত দুগ্ধ প্রক্রিয়াকরণ সংস্থা আমুল। সোনা জেতার পর থেকেই হিন্দুস্তান সোশ্যাল মিডিয়ায় হয়ে গিয়েছে ‘সিন্দুস্তান’। আমুল তাদের টুইটে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নকে করে দিয়েছে, ওয়ার্ল্ড বাটারমিন্টন চ্যাম্প।

Advertisement

রবিবার দাপটের সঙ্গে ওকুহারাকে হারান পিভি সিন্ধু। পরের দিন সোমবারই টুইট করে আমুল। সেখানে আমুল গার্লের সঙ্গে আঁকা হয়ে সিন্ধুকে। আমুল গার্লের হাতে মাখনের টুকরো। আর সিন্ধুর হাতে ব্যাডমিন্টন ও কর্ক। নীচে লেখা ‘১০০% সিন্ধুস্তান’।

আমুলের এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরাও। আমুলের এই পোস্টে প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন। সেই সঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করে রিটুইটও করেছেন।

Advertisement

আরও পড়ুন : চুম্বন মেলানিয়া-ট্রুডোর, মাথা নিচু ট্রাম্পের, টিপ্পনি সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন : না জেনে আলিয়ার ছবি টুইট হার্সল গিবসের, জবাব দিলেন অভিনেত্রীও

বারে বারেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্যে নিজেদের ভঙ্গিতেই সম্মান জানিয়েছে আমুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন