না চিনেই টুইটারে আলিয়ার ছবি ব্যবহার!আর তাতেই অভিনেত্রীর কাছে বাউন্ডারি দেখলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সল গিবস। নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে আলিয়ার ছবি দেওয়া একটি জিফ ফরম্যাটের ছবি পোস্ট করে বসেন গিবস। বিষয়টি ভাইরাল হওয়ার পর নজরে আসে আলিয়ারও। তিনিও গিবসকে জবাব দেন।
হার্সল গিবসের ২৬ অগস্টের একটিপোস্ট টুইটারের অফিসিয়াল হ্যান্ডল থেকে লাইক করা হয়। আর তাতেই ভীষণ খুশি হয়ে আলিয়ার ছবি দিয়ে তৈরি একটি জিফ শেয়ার করেন গিবস। সঙ্গে গিবস লেখেন, ‘‘টুইটার যখন আপনার টুইট লাইক করে, তখন যেমন অনুভূতি হয়।’’
ওই ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ভট্টের ছবি থেকে ‘হার্ট’-এর চিহ্ন উড়ে যাচ্ছে। এই পোস্টের পর একজন মন্তব্য করেন,‘‘আপনি কি আলিয়াকে চেনেন?’’