রোহিতের ব্যাটিং দেখে আমি মুগ্ধ: কোহালি

ম্যাচ এবং সিরিজ জিতে উঠে বিরাট কোহালি এবং রোহিত শর্মা এর পর বিসিসিআই টিভি-তে একে অন্যের মুখোমুখি হন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:২৬
Share:

জুটি: সিরিজ সেরা এবং ম্যাচের সেরা পুরস্কার নিয়ে বিরাট ও রোহিত। ছবি: টুইটার।

তাঁদের দু’জনের জুটি ওয়ান ডে-তে বিপক্ষের সামনে এখন ত্রাস হয়ে উঠেছে। রবিবার এই জুটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে ২৩০ রান যোগ করে। ম্যাচ এবং সিরিজ জিতে উঠে বিরাট কোহালি এবং রোহিত শর্মা এর পর বিসিসিআই টিভি-তে একে অন্যের মুখোমুখি হন।

Advertisement

বিরাট কোহালি: আরও একটা ভাল সিরিজ জিতলাম আমরা। আমার সঙ্গে এখন আছে ম্যাচের সেরা ক্রিকেটার আর সেই সতীর্থ যার সঙ্গে ব্যাট করতে আমি খুব ভালবাসি। এ রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি পেয়ে কেমন লাগছে? তা ছাড়া এটা আমাদের চতুর্থ দু’শো রানের পার্টনারশিপ। ভবিষ্যতে নিশ্চয়ই আরও আসবে।

রোহিত শর্মা: অবশ্যই। ভবিষ্যতে আমাদের এ রকম জুটি আরও হবে। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ধারাবাহিকতা ধরে রাখা খুব কঠিন কাজ। তবে আমরা সেই কাজটা করার জন্য সব সময় চেষ্টা করে যাই। আমার কাছে ব্যাপারটা খুব সহজ। যখনই ব্যাট করার সুযোগ পাই, নিজেকে মেলে ধরতে চাই। ওপেন করার পর থেকে আমার একটাই লক্ষ্য থাকে। টিমকে একটা ভাল শুরু দেওয়া। হ্যাঁ, ব্যক্তিগত স্কোরটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার লক্ষ্য থাকে মিডল অর্ডারের জন্য এমন একটা মঞ্চ তৈরি করে দেওয়া, যেখানে ওরা খোলা মনে স্ট্রোক খেলতে পারবে।

Advertisement

আরও পড়ুন: দ্রুত শিক্ষা নিতে পারে বিরাট, মত গাওস্করের

কোহালি: আমরা দু’জনে যখন একসঙ্গে খেলি, তখন একে অন্যকে বিশেষ কিছু বলতে হয় না। আমাদের মধ্যে বোঝাপড়াটা এতই ভাল। দু’জনেই বুঝতে পারি ম্যাচটা কোন দিকে এগোচ্ছে। আমরা দু’জনেই টিমের কথা ভেবে খেলি। তাই রোহিতের সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে। আপনাকে বিশেষ কিছু বলতেই হয় না। আমরা জানি, নিজেদের খেলাটা খেললেই টিমের উপকার হবে।

তা ছাড়া বোলাররাও কঠিন পরিস্থিতিতে ম্যাচ বার করে আনল। যে ভাবে ও রকম জায়গা থেকে ম্যাচটা জিতলাম, তাতে আমার গর্ব হচ্ছে। অতীতে আমরা এ সব জায়গা থেকে ম্যাচ হেরেছি। এই জয়টা ভবিষ্যতে বড় টুর্নামেন্টে আমাদের অনেক উপকার করবে।

রোহিত: অবশ্যই। এ রকম ম্যাচ জিতলে বোলিং ইউনিট হিসেবে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। বোলাররা খুব সাহস করে নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়েছে। এর আগেও আমরা দেখেছি বোলাররা কী ভাবে ম্যাচ জিতিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজেই আমরা অনেক বার চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু বোলাররা এসে সে জায়গা থেকে আমাদের বাঁচিয়েছে। বিশেষ করে স্পিনাররা।

কোহালি: আমাদের জন্য আরও একটা বিশেষ দিন গেল। এমন একটা দিন যেটা আমাদের কাছে ব্যক্তিগত এবং দলগত— দু’ ভাবেই স্মরণীয় হয়ে থাকবে। রোহিতের ব্যাটিং দেখে অবাক হয়ে যেতে হয়। ওর সঙ্গে ব্যাট করতে সত্যিই ভালবাসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন