বিরাট-পার্টি

জন্মদিনের সেরা উপহারটা সাত সকালেই সম্ভবত পেয়ে গেলেন বিরাট কোহালি। যখন রাজকোটে এক সঙ্গে পা রাখল ‘বিরুষ্কা’। বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। দু’জনকে হাত ধরাধরি করে হোটেলে ঢুকতেও দেখা যায়।

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০৩:৩৪
Share:

বিরাট-অনুষ্কা।

জন্মদিনের সেরা উপহারটা সাত সকালেই সম্ভবত পেয়ে গেলেন বিরাট কোহালি। যখন রাজকোটে এক সঙ্গে পা রাখল ‘বিরুষ্কা’। বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। দু’জনকে হাত ধরাধরি করে হোটেলে ঢুকতেও দেখা যায়। যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলল তুমুল আলোড়ন। জানা গেল, রাতে বিশেষ পার্টিও আছে। যেখানে অবশ্যই হাজির থাকবেন অনুষ্কাও। শনিবার সকালে টিম ইন্ডিয়ার জার্সির আদলে কেক কেটে বাড়ি ছাড়েন বিরাট। পরে আর এক দফা কেক কাটা হল টিম হোটেলে যেখানে প্রথম টুকরোটা অধিনায়ক খাওয়াতে যান কোচ অনিল কুম্বলেকে।

Advertisement


কুম্বলে আবার সেই টুকরোটাই খাইয়ে দেন বার্থডে বয়কে। এর পর শুরু হয়ে যায় বিরাটকে কেক মাখানোর পর্ব। শেষ করেন অশ্বিন। অধিনায়কের মাথায় একটা কেকের টুকরো রেখে। টুইটারে পুরো ভিডিও পোস্ট করে বিসিসিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement