বেকসুর বিরাট

ম্যাচ শেষ হওয়ার আগেই বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে খোশগল্প। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলির। যা নিয়ে হইচই কম হয়নি গত ক’দিন। তবে এ জন্য ‘বিরাট’ শাস্তির মুখে পড়তে হচ্ছে না কোহলিকে। রবিবার বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে ড্রেসিংরুমের পাশেই ভিআইপি এনক্লোজারে, বিরাটের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় অনুষ্কাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:০০
Share:

ম্যাচ শেষ হওয়ার আগেই বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে খোশগল্প। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলির। যা নিয়ে হইচই কম হয়নি গত ক’দিন। তবে এ জন্য ‘বিরাট’ শাস্তির মুখে পড়তে হচ্ছে না কোহলিকে। রবিবার বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে ড্রেসিংরুমের পাশেই ভিআইপি এনক্লোজারে, বিরাটের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় অনুষ্কাকে।
শোনা যাচ্ছে ঘটনাটায় যে বোর্ডের দুর্নীতিদমন নিয়ম ভাঙা হয়েছে সেটা বিরাটকে জানিয়েছেন বোর্ডের দুর্নীতিদমন শাখার প্রধান রবি সাওয়ানি। তবে ‘বড় অপরাধ নয়’ বলে আরসিবি ক্যাপ্টেনকে সতর্ক করে ছেড়ে দেন তিনি। নিয়ম অনুযায়ী প্লেয়ার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট জায়গার (পিএমওএ) বাইরে প্লেয়াররা অন্য কারও সঙ্গে কথা বলতে পারেন না। তার জন্য আলাদা করে অনুমতি নিতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement