Ajinkya Rahane supports Virat Kohli

বিরাট সেরা টিম ম্যান: রাহানে

অধিনায়ক সম্পর্কে এমন শ্রদ্ধা থাকলে উজাড় করে দেওয়া যায়। অধিনায়ক যদি টিম ম্যান হয় তা হলে সতীর্থদের থেকে সেরাটাও বের করে আনা যায়। আর এই দু’য়ের মিলনেই বিরাটের টিম সফল। সোমবার রাজকোট থেকে সেই বার্তাই দিয়ে রাখলেন তাঁরই সতীর্থ অজিঙ্ক রাহানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ২২:৪৩
Share:

অজিঙ্ক রাহানে ও বিরাট কোহালি অনুশীলনে ফাঁকে। ছবি: পিটিআই।

অধিনায়ক সম্পর্কে এমন শ্রদ্ধা থাকলে উজাড় করে দেওয়া যায়। অধিনায়ক যদি টিম ম্যান হয় তা হলে সতীর্থদের থেকে সেরাটাও বের করে আনা যায়। আর এই দু’য়ের মিলনেই বিরাটের টিম সফল। সোমবার রাজকোট থেকে সেই বার্তাই দিয়ে রাখলেন তাঁরই সতীর্থ অজিঙ্ক রাহানে। বিরাট যে শুধু সতীর্থদের পাশে থাকেন বা তাঁদের সমর্থন করেন তা নয় টিম মিটিংয়ে সকলের বক্তব্যকেও মর্যাদা দেন। রাহানে বলেন, ‘‘বিরাট কোহালি ধোনির থেকে অনেক কিছু শিখেছে। ও খুব ভাল টিম ম্যান। টিম মিটিংয়ে ও সবার কথা মন দিয়ে শোনে।’’

Advertisement

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে রাজকোটে পৌঁছে গিয়েছে পুরো দল। বুধবার থেকে শুরু হবে প্রথম টেস্ট। রাহানের মতে এখন দল খুব ভাল ক্রিকেট খেলছে। বলেন, ‘‘এখন আমরা ভাল ক্রিকেট খেলছি ঠিকই কিন্তু শেষ টেস্ট পর্যন্ত সবার ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ।’’ এই সিরিজেই ডিআরএস শুরু করতে চাইছে ভারতীয় দল। রাহানে স্পষ্টই জানিয়ে দিলেন, এই নিয়ে কিছু পরিকল্পনা অবশ্যই রয়েছে টিম ম্যানেজমেন্টের। বলেন, ‘‘ এটা একটা নতুন বিষয়। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ডিআরএস-এর ব্যবহার। গত টেস্টেও এটা নিয়ে আলোচনা হয়েছে। ডিআরএস বুঝতে পুরো দলকে আরও সময় দিতে হবে। কী ভাবে চাইতে হবে, কী ভাবে এটা কাজ করে সব বুঝতে হবে। কিন্তু আমাদের আসল লক্ষ্য ভাল ক্রিকেট খেলা। আক্রমণাত্ম ক্রিকেট ও ডিআরএস নিয়ে তার পর ভাবা হবে।’’

মাঠে নিজের কাজ নিয়েও সতর্ক রাহানে। তাঁর মতে ম্যাচে উইকেটকিপারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে স্লিপ ফিল্ডারেরও। ‘‘উইকেটকিপার খুব গুরুত্বপূর্ণ অংশ। আর স্লিপ ফিল্ডারের কাজ থাকে অধিনায়ক ও বোলারের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আর একজন ব্যাটসম্যান হিসেবে খেলার মধ্যে পুরো মনোযোগটা দরকার। দেখতে হবে বল কোথায় যাচ্ছে এবং সেটা তোমার পার্টনারকে জানানো। কিন্তু প্রতিবার তোমাকে নিশ্চিত হতে হবে।’’

Advertisement

যতই আত্মবিশ্বাসী হোক না কেন ইংল্যান্ডকে কিন্তু হালকাভাবে নিচ্ছেন না রাহানে। ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জ। ওরা যথেষ্ট শক্তিশালী দল। ওদের ব্যাটিং লাইন আপ অনেক অভিজ্ঞ। অ্যালেস্টার কুক, জো রুটরা রয়েছেন দলে। কিন্তু ওদের স্পিনাররা নতুন। ব্যাটিংয়ের তুলনায় বোলিংয়ে ওদের অভিজ্ঞতা কিছুটা কম। আমি নিশ্চিত এটা একটা ভাল সিরিজ হবে।’’ বিরাটের ডেপুটি তিনি। সহঅধিনায়কত্ব পেয়ে খুশি। বোঝেন দায়িত্বও। তাই বিসিসিআইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। নতুন দায়িত্ব তাঁকে যেন একধাক্কায় অনেকটা বড় করে দিয়েছে।

আরও খবর

হার্দিকের পক্ষে লক্ষ্মণ, কপিলের স্বপ্ন বিরাটের ৩০০

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন