Virat Kohli

টুইটারে রোহিত-ধোনিকে পিছনে ফেললেন কোহালি

টুইটারের তালিকায় কোহালি পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মাকে। মহিলা খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় শীর্ষে আছেন গীতা ফোগাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৮:২৫
Share:

টুইটারে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবাইকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহালি।

এই বছরের ব্যাটিং চার্টগুলিতে তিনি হয়ত শীর্ষে নেই। কিন্তু টুইটারে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবাইকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহালি।

Advertisement

টুইটারের তালিকায় কোহালি পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মাকে। মহিলা খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় শীর্ষে আছেন গীতা ফোগাট। পরের দুটি স্থানে দুই ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ও সাইনা নেহওয়াল।

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে কোহালি যদিও প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন, সোশ্যাল মিডিয়ায় তিনিই চর্চার কেন্দ্রে। বাবা হচ্ছেন তিনি ও অনুষ্কা শর্মা। ফলে এই নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। ধোনি এই বছর ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপর আইপিএলে তাঁকে নিয়েই সবথেকে বেশি চর্চা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নেমারকে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হল

ধোনির অবসরের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে একটি চিঠি দিয়েছিলেন। ধোনি তার জবাব দেন। ধোনির সেই চিঠি এই বছর সবথেকে বেশি রিটুইট হয়েছে। অনুষ্কার মা হতে চলার খবর টুইটারে প্রথম জানিয়েছিলেন কোহালি। ক্রীড়াজগতে সেই টুইটে সবথেকে বেশি ‘লাইক’ পড়েছে।

গ্রাফিক-শৌভিক দেবনাথ।

টুইটারের পক্ষ থেকে সেরা কয়েকটি হ্যাশট্যাগও জানানো হয়েছে। এই তালিকায় শীর্ষে আইপিএল২০২০। এরপরের দুটি স্থানে হুইসেলপড়ু ও টিমইন্ডিয়া। বিদেশি খেলোয়াড়দের মধ্যে টুইটারে যাঁদের নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছে, তাঁদের মধ্যে শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর রয়েছেন ডেভিড ওয়ার্নার ও এবি ডিভিলিয়ার্স। দলগুলির মধ্যে সবথেকে বেশি চর্চা হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে। এরপর রয়েছে বার্সিলোনা ও আর্সেনাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন