Virat Kohli

ফের নতুন নজির গড়লেন বিরাট

রোহিত শর্মার দুরন্ত ইনিংসের পাশাপাশি এ দিন দুর্দান্ত শতরান করেন বিরাট কোহালি। কেরিয়ারে এই নিয়ে ৩২ তম শতরানটি করেন বিরাট। ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি এ দিন আরও একটি রেকর্ড করেন বিরাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ২২:৫৪
Share:

বিরাট কোহালি। ছবি: পিটিআই।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কানপুরে শেষ এক দিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। রোহিত শর্মার দুরন্ত ইনিংসের পাশাপাশি এ দিন দুর্দান্ত শতরান করেন বিরাট কোহালি। কেরিয়ারে এই নিয়ে ৩২ তম শতরানটি করেন বিরাট। ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি এ দিন আরও একটি রেকর্ড করেন বিরাট। ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ৯০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক।

Advertisement

মাত্র ১৯৪টি ইনিংস খেলেই ৯০০০ রান স্পর্শ করেছেন বিরাট। ২০৫টি ইনিংস খেলে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন এবি ডেভিলিয়ার্সও। ন’হাজার রানের মাইলস্টোন ছুঁতে সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়েছিলেন ২২৮টি ইনিংস। সচিন তেন্ডুলকরের লেগেছিল ২৩৫টি ইনিংস।

আরও পড়ুন: পাঁচ বলে ৫ উইকেট! নজির গড়লেন ইনি

Advertisement

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় ভারতের

মহম্মদ আজাহারউদ্দিন, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপ্যাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিংহ ধোনির পর এ দিন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ন’হাজার রানের মাইলস্টোন ছুঁলেন কোহালি।

আন্তর্জাতিক শতরানের নিরিখেও এ দিন ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে বিরাটোর মোট শতরান ৪৯টি। দুই ফর্ম্যাট মিলিয়ে রাহুল দ্রাবিড়ের মোট শতরান ছিল ৪৮টি। সেই রেকর্ডও এ দিন টপকে যান বিরাট। ১০০টি শতরান করে বিরাটের সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন