Virat Kohli

‘শূন্য’ করে অভিনব রেকর্ড গড়লেন কোহালি

অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই। ব্যর্থ হন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা ক্যাপ্টেন কোহালিও। শূন্য রানে আউট হন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৫:২২
Share:

বিরাট কোহালি। ছবি: এএফপি।

মঙ্গলবার টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচেই নতুন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। এ দিনের টি২০ তে অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই। ব্যর্থ হন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা ক্যাপ্টেন কোহালিও। শূন্য রানে আউট হন তিনি।

Advertisement

আরও পড়ুন: নয়া অস্ত্রে চমক অস্ট্রেলিয়ার

আরও পড়ুন: নেহরাকে ব্যঙ্গ করে টুইটারে ট্রোলড জনসন

Advertisement

আর আউট হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড বইয়ে নিজের নাম তুলে ফেললেন বিরাট। আন্তর্জাতিক টি২০-তে ৫১ ম্যাচে ৪৭ ইনিংস খেলে এই প্রথম বার কোনও রান না করেই আউট হলেন কোহালি। সব থেকে বেশি ইনিংস খেলে শূন্য না করার রেকর্ড গড়লেন বিরাট। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের দখলে। টি২০ কেরিয়ারের ৪১ তম ইনিংসে প্রথম বার কোনও রান না করে আউট হন মালিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement