Sports News

বন্যার্ত কেরলকে জয় উৎসর্গ করলেন বিরাট

শেষে অবশ্য ওভার বাউন্ডারিটাই হাঁকিয়ে গেলেন ভারত অধিনায়ক। বলেন, ‘‘আমরা বিশ্বাস করি আমরা সিরিজ জিততে পারি। না হলে সিরিজ ২-১ করতে পারতাম না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ১৭:১৯
Share:

ম্য়াচের সেরার পুরস্কার নেওয়ার পর বিরাট কোহালি। ছবি: এএফপি।

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত বিরাটদের। সেই মতই শুরু করেছিল গোটা দল। ব্যাটে-বলে প্রথম থেকেই লড়াইয়ে ছিল ভারত। শেষ পর্যন্ত সেই লড়াই ধরে রাখল ভারতীয় দল। আর যার ফল জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিতে কেরলের বন্যা দুর্গতদের উৎসর্গ করলেন বিরাট কোহালি। ম্যাচের সেরাও হয়েছেন বিরাট। পুরস্কার হাতে নিয়ে বিরাট বলেন, ‘‘আমরা দল হিসেবে এই জয় কেরলের বন্যায় দুর্গতদের উৎসর্গ করছি। খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ। আমরা এটা করতে পারি তাদের জন্য।’’

Advertisement

জয় কেরলের মানুষদের উদ্দেশে উৎসর্গ করলেও তাঁর ব্যাক্তিগত ইনিংস তিনি উৎসর্গ করলেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। বলেন, ‘‘আমার ইনিংস আমি বিশেষ করে উৎসর্গ করতে চাই আমার স্ত্রীকে। ও সারাক্ষণ আমাকে উৎসাহিত করে গিয়েছে, ঠেলেছে। ও একমাত্র যে আনাকে সারাক্ষণ পজিটিভ রেখেছে।’’

প্রথম দুই টেস্টে দাপটের সঙ্গে জয়ের পর তৃতীয় টেস্টে হার মেনে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতকে শক্তিশালী দল হিসেবে মেনেও নিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন টস জিতে সিদ্ধান্ত নেওয়াটা এ ক্ষেত্রে কঠিন ছিল তাঁর পক্ষে। কারণ তৃতীয় টেস্ট টস জিতে ফিল্ডিং নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। রুট বলেন, ‘‘টসের সময় সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। উইকেটে ঘাস ছিল। আমরা বল হাতে ভাল করেছি। আরও দ্রুত ওদের আউট করতে পারতাম। কিন্তু ভারত প্রথম দিন খুব ভাল ব্যাট করেছে। এটা বলা অন্যায় হবে আমরা প্রথম ইনিংসে নিজেদের খেলাটা খেলতে পারিনি।’’

Advertisement

আরও পড়ুন
বিরাট জয়ে সিরিজে ফিরল ভারত, ২০৩ রানে হারল ইংল্যান্ড

বিরাট অবশ্য দলের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘‘আমরা তিন ডিপার্টমেন্টেই দারুণ খেলেছি। এটা একটা সম্পূর্ণ টেস্ট ম্যাচ আমাদের জন্য। দক্ষিণ আফ্রিকা থেকে ধরলে শেষ পাঁচ টেস্টে মাত্র একটি ম্যাচেই আমরা দাড়াতে পারিনি। সেটা হল লর্ডস টেস্ট।’’ তৃতীয় টেস্টে অন্য পরিকল্পনা করেই নেমেছিল টিম ইন্ডিয়া। টস হেরে ব্যাটিং পাওয়ার পর বিরাট কোহালি জানিয়ে দিয়েছিলেন তাঁরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। কারণ কোনও লক্ষ্য না থাকলে অনেক ঠান্ডা মাথায় ব্যাট করা যায়। সেই রেশ ধরেই ম্যাচ শেষে বলেন, ‘‘আমরা ব্যাটসম্যানদের হাত ধরে শুরু করতে চেয়েছিলাম। আমরা সেটাই করেছি। এবং বোলারদের লড়াইয়ে মঞ্চ তৈরি করে দিতে পেরেছি। বোলাররা ২০ উইকেট নেওয়ার জন্য মুখিয়ে ছিল। এর সঙ্গে ছিল স্লিপ ক্যাচিং।’’

বিরাটের নেতৃত্বে ভারতের জয়, গ্যালারিতে উচ্ছ্বসিত অনুষ্কা শর্মা। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট কিন্তু বিরাট কোহালির সেঞ্চুরিকে খুব বেশি কৃতিত্ব দেননি। বরং তিনি বলেন, ‘‘আমরা বিরাটের বিরুদ্ধে ভাল বল করেছি। ও খুব দ্রুত রান করতে পারেনি। কিন্তু ও রান করার রাস্তা খুঁজে বের করেছিল। আমাদের ক্যাচিংয়ের উপর আরও কাজ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’’ ভারতের বোলিং নিয়ে সন্তুষ্ট বিরাট কোহালিও। তিনি বলেন, ‘‘আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিরিজে আমাদের চার ফাস্ট বোলারই সফল। যত টেস্ট ক্রিকেট খেলবে তত উন্নতি করবে।’’ শেষে অবশ্য ওভার বাউন্ডারিটাই হাঁকিয়ে গেলেন ভারত অধিনায়ক। বলেন, ‘‘আমরা বিশ্বাস করি আমরা সিরিজ জিততে পারি। না হলে সিরিজ ২-১ করতে পারতাম না।’’

জিতে প্যাভেলিয়নে ফিরে ভারতীয় দল। ছবি: এপি।

(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন