Virat Kohli

নয়া নজির ভারতের, পন্টিংকে ছুঁলেন বিরাট

টানা ন’টি সিরিজ জিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছুঁল বিরাট কোহালির দল। এর আগে ২০০৫ থেকে ২০০৮-এ রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা ৯টি টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছিল অস্ট্রেলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ২১:৪৫
Share:

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: এএফপি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ জিতে নজির গড়ল ভারত।

Advertisement

টানা ন’টি সিরিজ জিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছুঁল বিরাট কোহালির দল। এর আগে ২০০৫ থেকে ২০০৮-এ রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা ৯টি টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ডই ছুঁয়ে ফেলল বিরাটের ভারত।

শুধু ভারতই নয়, টানা টেস্ট জয়ের নিরিখে অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের সঙ্গেও একই আসনে উঠে এলেন বিরাট। তবে, ভারত এবং অস্ট্রেলিয়ার থেকে ১০০ বছর আগে টানা ন’টি টেস্ট জয়ের রেকর্ড প্রথম গড়েছিল ইংল্যান্ড। ১৮৮৪ থেকে ১৮৯১/৯২-এর মধ্যে টানা ন’টি টেস্ট জিতেছিল ব্রিটিশ দলটি। তবে ভারত এবং অস্ট্রেলিয়া এক জন অধিনায়কের অধীনে এই ন’টি টেস্ট জিতলেও ইংল্যান্ড ন’টি টেস্ট সিরিজ জিতেছিল বিভিন্ন অধিনায়কের নেতৃত্বে।

Advertisement

আরও পড়ুন: আইপিএল: পাঁচ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলি

আরও পড়ুন: শ্রীলঙ্কার দুরন্ত লড়াইয়ে দিল্লি টেস্ট ড্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement