Cricket

১৮০০০ রানে দ্রুততম কোহালি, টপকে গেলেন লারাকে

চারশোর কম ইনিংসে কোনও ব্যাটসম্যান তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮,০০০ রানে পৌঁছতে পারেননি। ভারতের অধিনায়ক বিরাট কোহালি সেই নজির গড়লেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৭
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহালি। ছবি: রয়টার্স।

বিরাট কোহালির মুকুটে নতুন পালক। এ বার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৮,০০০ রানের মালিক হলেন তিনি। বিশ্বক্রিকেটে কেউ তাঁর মতো এত দ্রুত সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৮,০০০ রানে পৌঁছতে পারেননি।

Advertisement

কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ভারত অধিনায়ক করেছিলেন ৪৯। শনিবার ওই ইনিংসেই টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৮,০০০ রানে পৌঁছে গেলেন কোহালি। তিনি নিলেন ৩৮২ ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেলেন কোহালি। লারা নিয়েছিলেন ৪১১ ইনিংস। ভারতের সচিন তেন্ডুলকর ছিলেন দ্বিতীয় স্থানে। তাঁর লেগেছিল ৪১২ ইনিংস। এখন তালিকায় তিনে নেমে গেলেন সচিন।

Advertisement

আরও পড়ুন: ক্যাপ্টেন কোহালির যে বিতর্কিত সিদ্ধান্তগুলি প্রবল সমালোচিত হয়েছে​

আরও পড়ুন: বিদায়ী টেস্টে টিউবে চড়ে মাঠে এলেন কুক​

আরও পড়ুন: এশিয়া কাপে বাকি সব দল এক হোটেলে, রোহিতরা অন্য হোটেলে

আরও একটা রেকর্ডের মালিক হয়েছেন কোহালি। তাঁর আগে কেউ চারশোর কম ইনিংসে মোট ১৮,০০০ রানে পৌঁছতে পারেননি। লারা, সচিন দু’জনেরই লেগেছিল চারশোর বেশি ইনিংস। কোহালিই একমাত্র যিনি চারশোর কমে এই মাইলস্টোনে পৌঁছলেন। এবং নজির গড়লেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহালি। এখনও পর্যন্ত নয় ইনিংসে করে ফেলেছেন ৫৯৩ রান। গড় ৬৫.৮৮। প্রসঙ্গত, দিন কয়েক আগেই জো রুট ও কোহালিকে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত করেছিলেন লারা।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন