সাক্ষাৎকার নিলেন কোহালি, মুগ্ধ মায়াঙ্কও

মায়াঙ্ককে পরে প্রশ্ন করেন কোহালি, বড় রান করার নেপথ্যে তাঁর মানসিকতা কি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৫:১২
Share:

মুখোমুখি: শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ডাবল সেঞ্চুরির মালিক মায়াঙ্কের সাক্ষাৎকার নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: টুইটার।

দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পুরস্কার দিনের শেষেই পেয়ে গেলেন মায়াঙ্ক আগরওয়াল। যখন মাঠে দাঁড়িয়েই ভারতীয় ওপেনারের সাক্ষাৎকার নিলেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহালি। বিসিসিআই টিভি-তে সেই সাক্ষাৎকারে কোহালি প্রথমেই সতীর্থের কাছে জানতে চান, টেস্টে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার অনুভূতি কেমন? মায়াঙ্কের উত্তর, ‘‘দুরন্ত অনুভূতি। সব চেয়ে বড় কথা, টিমের যখন প্রয়োজন সেই সময়ে এগিয়ে আসাটা। তা ছাড়া ওপেনার হিসেবে পরিবেশ, পরিস্থিতি বড় রান করার অনুকূল হলে তার সুবিধে নিতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ।’’

Advertisement

মায়াঙ্ককে এর পরে প্রশ্ন করেন কোহালি, বড় রান করার নেপথ্যে তাঁর মানসিকতা কি? যখন এত বড় ইনিংস খেলতে হয় তখন মনে মনে কি ভাবেন? ভারতীয় ওপেনারের জবাব, ‘‘প্রত্যেক ক্রিকেটারের জীবনেই খারাপ সময় আসে। আমারও এসেছে। তাই মাঠে নামার পরে নিজেকে বলি, এমন অনেক দিন গিয়েছে রান পাইনি, তাই যখন ছন্দে খেলতে পারছি, রান করতে পারছি সেটাকে সম্মান করতে হবে। দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার সামনে আসছি যখন, যেন সুযোগের সদ্ব্যবহার করতে পারি সেটা নিশ্চিত করতে হবে। এই মানসিকতাটাই কাজ করে ব্যাট করতে নামার সময়।’’

আরও পড়ুন: মরুশহরে স্মরণীয় প্রত্যাবর্তন মেসির

Advertisement

সতীর্থের কাছে অধিনায়কের পরের প্রশ্ন, গত কয়েক বছরে তোমার ফিটনেস কতটা উন্নত হয়েছে? তোমার খেলায় ফিটনেস কতটা সাহায্য করছে? যা শুনে মায়াঙ্ক বলে দেন, ‘‘তুমি ফিট নয় বলে কোনও একটা বড় ইনিংস গড়ার সুযোগ হারাতে পারো না। সেটা কোনও ভাবে মেনে নেওয়া যায় না। তাই ফিটনেসের বিরাট গুরুত্ব রয়েছে। নিজের ফিটনেস আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছি।’’ বলেই মায়াঙ্ক হেসে অধিনায়কের দিকে ইঙ্গিত করে আরও যোগ করেন, ‘‘তুমি সব চেয়ে ভাল জানো। তোমাকে দেখেই ফিটনেসের মাপকাঠি ঠিক করে সবাই। ফিটনেস ধরে রাখাটা সোজা নয়। তা ছাড়া যে তীব্রতার সঙ্গে এই ভারতীয় দল খেলে সেখানে ফিট না হলে পিছিয়ে পড়তে হবে।’’

মায়াঙ্কের ইনিংস দেখে অধিনায়কের কেমন লেগেছে সাক্ষাৎকারের শেষে সেটাও জানিয়ে দেন কোহালি। তিনি বলেন, ‘‘মায়াঙ্কের সব চেয়ে যেটা আমার ভাল লেগেছে সেটা হল, ও দলে আসার পরে নিজের জায়গাটা মজবুত করতে হবে, এই মানসিকতা নিয়ে খেলেনি। ও খেলে দলকে জেতাতে হবে, এই লক্ষ্যটা সামনে রেখে।’’ কোহালি আরও বলেন, ‘‘যদি ও নিজের জায়গা পাকা করার জন্য খেলত তা হলে চাপে পড়ে যেত। তাই এখনই ওর ব্যাটিং গড় প্রায় ৬০। খুব বেশি টেস্ট যদিও খেলেনি। তবুও এ রকম একটা শুরু তখনই হয়, যখন কেউ দলের কথা ভেবে খেলে। তাই ওকে বলব, দারুণ খেলেছ। আশা করি এ ভাবেই আরও এগিয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন