কোহালিরা তাঁর স্বপ্ন পূরণ করেছে, বলছেন লক্ষ্মণ

সিডনিতে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় সিরিজ জিতে ইতিহাস গড়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি ও তাঁর ছেলেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০৪:২৩
Share:

কীর্তিমান: অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছিলেন বিরাটরা। ফাইল চিত্র

ক্রিকেটার হিসেবে তিনি স্বপ্ন দেখতেন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের। কিন্তু খেলোয়াড় জীবনে সেই স্বপ্ন সফল হয়নি ভি ভি এস লক্ষ্মণের। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার শুক্রবার বলে দিলেন, ২০১৯ সালে বিরাট কোহালি ও তাঁর ভারতীয় দলের কাছে একটা দুর্দান্ত বছর গিয়েছে। কারণ, এই বছরেই বিরাট-বাহিনী অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে তাঁর সেই স্বপ্ন সফল করেছে।

Advertisement

এ দিন একটি টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানে লক্ষ্মণ বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের পক্ষে এই বছরটা দারুণ গিয়েছে। ক্রিকেটার হিসেবে আমার স্বপ্ন ছিল টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো। কিন্তু আমার খেলোয়াড় জীবনে সেই স্বপ্ন সফল হয়নি।’’ হায়দরাবাদের এই প্রাক্তন ক্রিকেটার সঙ্গে যোগ করেন, ‘‘আমি আনন্দে উদ্বেল হয়ে গিয়েছিলাম, বছরের শুরুতে যে দিন বিরাট কোহালির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। যা বাস্তবে পরিণত করেছিল আমার খেলোয়াড় জীবনের সেই স্বপ্নকে। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেটের সেরা মুহূর্ত বাছতে বললে আমি বিরাটের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের মুহূর্তকেই রাখব।’’

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরে চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজে ২-১ জিতে ফেরে ভারতীয় দল। গত অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল মেলবোর্নে প্রথম টেস্ট ৩১ রানে জিতলেও পার্‌থে দ্বিতীয় টেস্টে হেরে গিয়েছিল ১৪৬ রানে। মেলবোর্নে তৃতীয় টেস্টে আট উইকেটে জিতেছিল ভারতীয় দল। সিডনিতে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় সিরিজ জিতে ইতিহাস গড়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি ও তাঁর ছেলেরা।

Advertisement

আর এক বর্ষীয়ান ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান আবার উৎফুল্ল ভারতীয় পেসারদের সাফল্য দেখে। তাঁর কথায়, ‘‘বল নতুন হোক বা পুরনো, তা এখন কোনও ভাবার বিষয় নয় ভারতীয় পেসারদের কাছে। দেশে বিদেশে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় পেসাররা। আমার কাছে চলতি বছরে ভারতীয় ক্রিকেটের সেরা মুহূর্ত এটাই। ভারতীয় দলে সেরা পেস আক্রমণ এই বছরেই দেখা গিয়েছে।’’ চলতি বছরে ভারত আটটি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে সাতটিতেই জিতেছে তারা। ওয়ান ডে ক্রিকেটেও ২৮টির মধ্যে ১৯টি ম্যাচ জিতেছে বিরাট কোহালির নেতৃত্বাধীন ভারতীয় দল। টি-টোয়েন্টিতে ১৬টি ম্যাচের মধ্যে ৯টি জিতেছে

ভারতের ক্রিকেট দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন