Sports News

আর মাত্র ৮১ রান দূরে বিরাট কোহালি

রেকর্ডটা অবশ্য ১০ হাজার রানের নয়। এ তো আগে অনেকেই করেছেন। তিনি শুধু ঢুকে পড়বেন সেই তালিকায়। তবে দ্বিতীয় ওয়ান ডে-তেই যদি ১০ হাজার রানে পৌঁছে যান বিরাট, তা হলে ইনিংসের হিসেবে তিনিই হবেন দ্রুততম ১০ হাজারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ২০:৩৮
Share:

বিরাট কোহালি।

আরও এক রেকর্ডের সামনে দাড়িয়ে বিরাট কোহালি। ১০ হাজার রান থেকে মাত্র ৮১ রান দূরে রয়েছেন ভারত অধিনায়ক। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে নিজের ৩৭তম সেঞ্চুরিটি করেছেন বিরাট। ২১টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে বিরাট প্রথম ম্যাচে করলেন ১৪০ রান। আর এই ফর্ম ধরে রাখতে পারলেই ১০ হাজার রানে পৌঁছে যাবেন তিনি।

Advertisement

রেকর্ডটা অবশ্য ১০ হাজার রানের নয়। এ তো আগে অনেকেই করেছেন। তিনি শুধু ঢুকে পড়বেন সেই তালিকায়। তবে দ্বিতীয় ওয়ান ডে-তেই যদি ১০ হাজার রানে পৌঁছে যান বিরাট, তা হলে ইনিংসের হিসেবে তিনিই হবেন দ্রুততম ১০ হাজারি। এই মুহূর্তে সেই রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। তিনি এই ১০ হাজার রান করতে নিয়েছেন ২৫৯টি ইনিংস। খুব দ্রুত কোহালি যে সচিনকে ছাপিয়ে যাবেন তা স্পষ্ট। এখনও পর্যন্ত ২০৪টি ইনিংস খেলেছেন বিরাট।

আরও পড়ুন
বুধবারই সচিনকে ছাপিয়ে যেতে পারেন রোহিত

Advertisement

১০ হাজার রানে পৌঁছে গেলে বিরাট হবেন পঞ্চম ভারতীয় যিনি ঢুকে পড়বেন এই ক্লাবে। ২০১৮-র শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছে বিরাট। মাত্র ১০ ম্যাচে করেছেন ৮৮৯ রান। ২০১৮-র ওডিআই রানের তালিকায় অবশ্য চার নম্বরে রয়েছেন তিনি। তার আগে রয়েছেন ইংল্যান্ডের তিন তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, জো রুট ও জেসন রয়।

কোহালির ৮৮৯ রানে রয়েছে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। এই ফর্ম ধরে রাখলে বিশ্বকাপেও ভারত ফেভারিট হিসেবেই নামবে। ২০১৯ বিশ্বকাপের আসর বসতে চলছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন