Sachin Tendulkar

খেলে আয়: ফোর্বসের প্রথম ১০০তে একমাত্র ক্রিকেটার কোহালি

গত বছরের মতো এই বছরও ফোর্বস তালিকায় ভারতীয়দের মধ্যে আয়ের নিরিখে প্রথম তিনে জায়গা করে নিলেন বিরাট কোহালি। দেখে নিন বিশ্ব ক্রীড়াজগতে এবং ক্রিকেট সার্কিটের নিরিখে কত নম্বরে আছেন ভারত অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৯:০৬
Share:
০১ ১০

গত বছরের মতো এই বছরও ফোর্বস তালিকায় ভারতীয়দের মধ্যে আয়ের নিরিখে প্রথম তিনে জায়গা করে নিলেন বিরাট কোহালি। দেখে নিন বিশ্ব ক্রীড়াজগতে এবং ক্রিকেট সার্কিটের নিরিখে কত নম্বরে আছেন ভারত অধিনায়ক। অন্যরাও বা কে কোথায় আছেন।

০২ ১০

ভারতীয়দের মধ্যে তিন নম্বরে আছেন বিরাট কোহালি। কোহালির বার্ষিক আয় ১০০.৭২ কোটি টাকা। বিরাটের আগে প্রথম দুইয়ে আছেন যথাক্রমে সলমন খান(২৩২.৮৩ কোটি) এবং শাহরুখ খান(১৭০.৫ কোটি)।

Advertisement
০৩ ১০

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আয়ের নিরিখে এক নম্বরে তো বটেই, সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যেও কোহালির আয় সবচেয়ে বেশি।

০৪ ১০

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে খেলা ছেড়ে দেওয়ার পরও সচিনের আয় কোহালির পরেই, বার্ষিক ৮২.৫ কোটি টাকা। তৃতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির বার্ষিক আয় ৬৩.৭৭ কোটি টাকা।

০৫ ১০

তবে, ক্রিকেটে এক নম্বরে থাকলেও বিশ্বের সব ধরনের খেলোয়াড়দের মধ্যে ৮৯ নম্বর স্থানে আছেন বিরাট।

০৬ ১০

ফোর্বস তালিকায় প্রথম ১০০ সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের মধ্যে বিরাট ছাড়া আর কোনও ক্রিকেটারের জায়গা হয়নি।

০৭ ১০

সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকার এক নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর বার্ষিক আয় ৫৯৫ কোটি ৪৭ লক্ষ ২০ হাজার টাকা(৯৩মিলিয়ন মার্কিন ডলার)।

০৮ ১০

ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আমেরিকার বাস্কেটবল প্লেয়ার লিব্রন জেমস। জেমসের বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় ৫৫১.৯৩ কোটি টাকা(৮৬.২ মিলিয়ন মার্কিন ডলার)।

০৯ ১০

সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকার লিওনেল মেসি আছেন তৃতীয় স্থানে। মেসির বার্ষিক আয় ৫১২ কোটি ২৩ লক্ষ টাকা(৮০ মিলিয়ন মার্কিন ডলার)।

১০ ১০

রজার ফেডেরার: তালিকার চতুর্থ স্থানে আছেন রজার ফেডেরার। ফেডেরারের আয় ভারতীয় মুদ্রায় ৪০৭.৭৯ কোটি টাকা।(৬৪মিলিয়ন মার্কিন ডলার)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement